বাটলার-সল্টের প্রতিরোধ ভাঙলেন নাসুম
ওয়ানডে সিরিজে হারের ব্যর্থতা ভুলে টি-টোয়েন্টিতে নতুন শুরু বাংলাদেশের। বিপিএলে দুর্দান্ত পারফর্ম করা তৌহিদ হৃদয়কে দিয়ে একাদশ সাজায় বাংলাদেশ। টস জিতে শুরুতে বোলিংয়ের সিদ্ধান্ত অধিনায়ক সাকিবের।
বাংলাদেশের বোলিং আক্রমণের শুরুটা স্পিনার নাসুম আহমেদকে দিয়ে। প্রথম ওভারেই ৯ রান খরচ করেন এই বাঁহাতি বোলার। সাফল্য পেতে নাসুমের পরই দ্বিতীয় ওভারে তাসকিন ও তৃতীয় ওভারে মুস্তাফিজকে আক্রমণে আনেন সাকিব। যদিও তাতে খুব বেশি লাভ হয়নি। ইংল্যান্ডের দুই ওপেনার জস বাটলার ও ফিল সল্ট শুরুটা করেন দেখেশুনেই।
দলীয় ৪৫ রানেই ইংলিশদের প্রতিরোধ ভাঙার সুযোগ পেয়েছিল বাংলাদেশ। তবে নাসুমের বলে সহজ ক্যাচ ছেড়ে দেন অধিনায়ক সাকিব আল হাসান। আর এই সুযোগে পাওয়ার প্লেতে কোনো উইকেট না হারিয়ে ইংলিশদের সংগ্রহ ৫১ রান।
এরপর আরও আক্রমণাত্নক হয়ে ওঠে ইলিংশরা। ১০ ওভারে স্কোরবোর্ডে তুলে ফেলে ৮০ রান। বাংলাদেশের হয়ে প্রথম সাফল্য এনে দেন স্পিনার নাসুম আহমেদ। দলীয় ৮০ রানে ৩৮ রান করা সল্টকে ফেরান নাসুম।