বাফুফে সাধারণ সম্পাদক সোহাগের চুক্তি আরও দুই বছর বেড়েছে
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগের চুক্তির মেয়াদ আরও দুই বছর বড়ানো হয়েছে। গতকাল শনিবার বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত নির্বাহী কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
ম্যানেজার কম্পিটিশনস (ক্লাব অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন) হিসেবে ২০০৫ সালে বাফুফেতে যোগ দিয়েছিলেন সোহাগ। ২০১১ সালে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পান। ২০১৩ সালে সাধারণ সম্পাদকের দায়িত্ব পাওয়ার পর থেকে এখন পর্যন্ত এই দায়ত্ব পালন করে আসছেন। এবার আরও দুই বছরের জন্য নিয়োগ পেয়েছেন।
তিনি ২০১৭ সাল থেকে ফিফার বিরোধ নিষ্পত্তি চেম্বারের সদস্য, ২০১৯ সাল থেকে এএফসির বিপণন কমিটির সদস্য এবং ২০১৩ সাল থেকে ফিফা ও এএফসির ম্যাচ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।