বাবরকে টপকে টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে শীর্ষে রিজওয়ান
ব্যাট হাতে ধারাবাহিক পারফরম্যান্সের পুরস্কার পেয়েছেন মোহাম্মদ রিজওয়ান। আইসিসি টি-টোয়েন্টি ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে শীর্ষে জায়গা করে নিয়েছেন পাকিস্তানের এই উইকেটকিপার-ব্যাটসম্যান।
এর মধ্য দিয়ে লম্বা সময় ধরে এক নম্বরে থাকা তাঁরই সতীর্থ বাবর আজম নেমে গেছেন এক ধাপ নিচে।
গত সপ্তাহের পারফরম্যান্সের ভিত্তিতে আজ বুধবার র্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।
এদিকে এশিয়া কাপে ব্যাটিং ব্যর্থতার জন্য টি-টোয়েন্টি ক্রিকেটে ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে চার বছরের মধ্যে প্রথমবারের মতো পা হড়কালেন পাকিস্তানের অধিনায়ক বাবর।
২০১৯ সালের ৭ সেপ্টেম্বর টি-টোয়েন্টি ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে শীর্ষে আসীন হন বাবর। এরপর ভারতের সাবেক অধিনায়ক বিরাট কোহলিকে টপকে সবচেয়ে বেশি সময় ধরে র্যাঙ্কিংয়ের শীর্ষে থাকার রেকর্ড গড়েছিলেন এই পাকিস্তানি ব্যাটার। ১১৫৫ দিন পর টি-টোয়েন্টি ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ের দুইয়ে নেমে গেলেন বাবর।