বাবর আজমের ব্যাটে পাকিস্তানের লড়াই
প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও নড়বড়ে পাকিস্তানের ব্যাটিং। ১২১ রানের মাথায় ৫ উইকেট হারিয়ে ফেলেছে সফরকারীরা। তবে, সতীর্থরা ফিরলেও ওয়েস্ট ইন্ডিজের সামনে বাধা হয়ে দাঁড়িয়েছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। অধিনায়কের ব্যাটে লিড বাড়িয়ে নেওয়ার লড়াই করছে পাকিস্তান।
জ্যামাইকা টেস্টে গতকাল শনিবার মন্থর ব্যাটিংয়ে পাকিস্তান দ্বিতীয় ইনিংসে ৭০ ওভারে করে ৫ উইকেটে ১৬০ রান। দিন শেষে উইকেটে ৫৪ রানে অপরাজিত ছিলেন বাবর। এরই মধ্যে ১২৪ রানে এগিয়ে পাকিস্তান। লিড বাড়িয়ে নেওয়ার জন্য বাবরই এখন পাকিস্তানের মূল ভরসা।
আট উইকেটে ২৫১ রান নিয়ে কাল দিন শুরু করে ওয়েস্ট ইনিংজ। অবশ্য মাঠে নেমে বেশি রান তুলতে পারেনি তারা। শেষ দুই জুটিতে কেবল ২ রান স্কোরবোর্ডে যোগ করতে পেরেছে সফরকারীরা। ফলে স্বাগতিকদের ইনিংস থামে ২৫১ রানে।
৩৬ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে পাকিস্তান। কিন্তু দ্বিতীয় ইনিংসেও খুব একটা ভালো করতে পারছে না তাদের ব্যাটসম্যানেরা। ওপেনার ইমরান বাট শূন্য রানে ফেরেন। এরপর দ্বিতীয় উইকেটে আসে ৫৫ রান। ওই জুটি ভাঙলে একে একে উইকেট হারাতে থাকে পাকিস্তান। এরই মধ্যে ফিরেছেন আজহার (২৩), আবিদ (৩৪), ফাওয়াদ (০), রিজওয়ান (৩০)। এখন ইনিংস বড় করতে অধিনায়ক বাবর আজমের দিকেই তাকিয়ে আছে পুরো পাকিস্তান।
সংক্ষিপ্ত স্কোর
পাকিস্তান ১ম ইনিংস : ২১৭
ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস : ২৫৩
পাকিস্তান ২য় ইনিংস: ৭০ ওভারে ১৬০/৫ (বাট ০, আবিদ ৩৪, আজহার ২৩, বাবর ৫৪*, ফাওয়াদ ০, রিজওয়ান ৩০, ফাহিম ১২*; রোচ ১৫-৭-১৫-২, সিলস ১৩-২-৫০-২, মেয়ার্স ১২-৪-১৯-০, হোল্ডার ১৪-৫-২৭-১, ওয়ারিক্যান ৭-২-২৮-০, চেইস ৬-২-১২-০, ব্র্যাথওয়েট ৩-১-৩-০)।