বাবর নন, কোহলিকে বেছে নিয়েছেন ওয়াটসন
বিশ্ব ক্রিকেটে বাবর আজমের ক্রমাগত উত্থানের সাথে সাথে, অনেকেই পাকিস্তান অধিনায়ককে বর্তমান সময়ের সেরা ব্যাটার হিসাবে মনে করেন। আইসিসির র্যাঙ্কিংয়ে ওয়ানডে এবং টি-টোয়েন্টিতে এক নম্বর ব্যাটার বাবর, টেস্টে তিন নম্বরে আছেন তিনি। তিন ফরম্যাটেই তিনিই একমাত্র ব্যাটসম্যান যিনি সেরা তিনে আছেন।
ভারতের সাবেক অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে বাবরের তুলনা হচ্ছে অনেক দিন থেকে। তবে অস্ট্রেলীয় তারকা শেন ওয়াটসন আইসিসির রিভিউতে ইসা গুহার সঙ্গে আলাপকালে কোহলিকে সেরা টেস্ট ব্যাটার হিসেবে বেছে নিয়েছেন।
অবশ্য আইসিসির বর্তমান র্যাঙ্কিংয়ে কোহলি টেস্টে সেরা দশের মধ্যেও নেই।
এ ব্যাপারে ওয়াটসন বলেন, ‘টেস্ট ম্যাচে আমি সবসময়ই বিরাট কোহলিকে এগিয়ে রাখব। সে সব ফরম্যাটেই ভালো খেলার সামর্থ্য রাখে। তাই আমি বলব টেস্ট ক্রিকেটে বিরাটই সেরা।’
‘বাবর আজম এখন অবিশ্বাস্যভাবে ভালো খেলছেন। আমাদের দেখতে হবে তিনি কীভাবে টেস্ট ক্রিকেটে নিজেকে মানিয়ে নিয়েছেন। তাই, বাবর আজম সম্ভবত এই মুহূর্তে দুই নম্বরে থাকবেন।’
কোহলি এখন পর্যন্ত ১০২ টেস্ট খেলে ৪৯.৫৩ গড়ে ৮০৭৪ রান করেছেন। যেখানে বাবর ৪২ টেস্ট খেলে ৪৭.৩০ গড়ে ৩১২২ রান করেছেন।