বার্নাব্যুতে এত বড় জয় পেয়ে অবাক বার্সা কোচ
গেল কয়েক বছর ধরে এল ক্লাসিকোতে দাপট ধরে রেখেছিল রিয়াল মাদ্রিদ। সে রিয়াল মাদ্রিদকে তাদেরই ঘরের মাঠে রেখে গোল বন্যায় ভাসাল বার্সেলোনা। দলটি লম্বা সময় ধরে পারফরম্যান্স নিয়ে বেশ আলোচিত। এত বড় জয়ে বার্সা যেমন উচ্ছ্বসিত, তেমনি কিছুটা অবাকও দলটির কোচ জাভি হার্নান্দেজ। কারণ, এতটা দাপট দেখিয়ে জিতবেন, সেটা নিজেও ভাবেননি জাভি।
গতকাল রোববার রাতে লা লিগায় রিয়াল মাদ্রিদকে ৪-০ গোলে হারিয়েছে বার্সেলোনা। রিয়ালের সেরা তারকা করিম বেনজেমাকে ছাড়া লড়াইটা একপেশে হবে আগেই মনে হয়েছিল। কিন্তু, নিজেদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে যে এমন বাজেভাবে হারবে রিয়াল, সে ধারণা হয়তো কেউই করেনি। রিয়ালের মাঠেই তাদের নিয়ে রীতিমতো ছেলেখেলা করল বার্সা।
বড় জয়ে উচ্ছ্বসিত জাভি ম্যাচ শেষে বলেন, ‘আমরা এমন ফল পেতে কঠোর পরিশ্রম করেছি। তবে, তাদের স্টেডিয়ামে এসে এভাবে দাপট দেখাব, এতটা আমরাও আশা করিনি। আমরা আরও বেশি লড়াই আশা করেছিলাম। তবে, আমি খুব খুশি।’
রিয়ালকে হারালেও মাটিতেই পা রাখছেন জাভি। কারণ, এখনও পয়েন্ট টেবিলের ওপরের দল রিয়ালই। তাই, বার্সার নজর সামনের ম্যাচগুলোতেও সাফল্য পাওয়া।
জাভি বলেছেন, ‘আমরা কাজ করে যেতে চাই। এ জয়ে কোনো শিরোপা তো আসছে না! আমাদের বিনয়ী থাকতে হবে। আমরা আজ উদ্যাপন করছি, কিন্তু এরপর বিশ্রাম নিতে হবে, সেভিয়ার ব্যাপারে ভাবতে হবে।’
বার্সা কোচ আরও বলেন, ‘আমরা মনে করি না, এ জয়ে লা লিগা জয়ের পথে আমরা এগিয়ে গেছি। তবে, দারুণ প্রেরণা পেয়েছি। প্রথমত, আমাদের চ্যাম্পিয়ন্স লিগে জায়গা পেতে হবে, এরপর দেখা যাবে। এ জয়ে আমাদের প্রকল্পের শক্তি বাড়ল। এখনও কোনো লক্ষ্য তো অর্জন হয়নি। আমাদের এগিয়ে যেতে হবে।’