বার্নাব্যুর জাদুতে ফাইনালের স্বপ্ন দেখছে রিয়াল মাদ্রিদ
সান্তিয়াগো বার্নাব্যু মানেই রিয়াল মাদ্রিদের জন্য বিশেষ কিছু। নিজেদের মাঠে নামলেই যে কোনো প্রতিপক্ষের স্বপ্নই ভেস্তে দেয় দিতে পারে দলটি। যার ক্ষত বেশ পুড়িয়েছে পিএসজি ও চেলসিকে। এবার ম্যানচেস্টার সিটিকেও বার্নাব্যুতে পরীক্ষা দিতে হবে। তাইতো প্রথম লেগের পরাজয়ে পিছিয়ে থাকলেও বার্নাব্যুর জাদুতে চ্যাম্পিয়নস লিগের ফাইনাল নিয়ে স্বপ্ন দেখছে রিয়াল মাদ্রিদ।
ইতিহাদ স্টেডিয়ামে গতকাল মঙ্গলবার রাতে চ্যাম্পিয়নস লিগের সেমি ফাইনালের প্রথম লেগে রিয়াল মাদ্রিদকে ৪-৩ গোলে হারিয়েছে পেপ গুয়ার্দিওলার দল। আগামী বুধবার ফিরতি লেগে রিয়ালের মাঠে লড়বে ম্যানসিটি। আর ঘরের মাঠ বলেই জ্বলে উঠতে মরিয়া কার্লো আনচেলত্তির দল।
ঘরের মাঠে ঘুরে দাঁড়ানোর আভাস দিয়ে আনচেলত্তি বলেন, ‘আমরা খুবই আত্মবিশ্বাসী এবং রোমাঞ্চিত, কারণ বার্নাব্যুর জাদুতে বিশ্বাস আছে আমাদের।’
তবে প্রথম লেগটা যে ভালো হয়নি সেটাও মেনে নিলেন রিয়াল কোচ, ‘প্রথম লেগে আরও ভালোভাবে রক্ষণ সামলাতে হবে আমাদের। এই ফল মোটেও ভালো নয়, কারণ ওরা আমাদেরকে চারটি গোল দিয়েছে। এটা কখনোই ভালো কিছু নয়। এটার মানে আমরা রক্ষণকাজ ঠিকঠাক করতে পারিনি এবং দ্বিতীয় লেগে আরও ভালো করতে হবে এখানে। আমার বিশ্বাস, এটিই হবে গুরুত্বপূর্ণ।’
এদিকে রিয়াল অধিনায়ক করিম বেনজেমাও জানালেন, দ্বিতীয় লেগে ঘরের মাঠে জিততে মুখিয়ে আছেন তারা। এর জন্য নিজেদের দর্শকদের সাপোর্ট চাইছেন বেনজেমা। তিনি বলেন, ‘(দ্বিতীয় লেগে) আমাদের দর্শকদের তৈরি থাকতে বলছি জাদুকরি কিছু দেখার জন্য। সান্তিয়াগো বের্নাবেউয়ে আমরা দ্বিতীয় লেগে জিতবই। গোটা স্টেডিয়ামকে আমাদের পাশে চাই।’