বার্সার হয়েও অনেক গোল করতে চান লেভান্দোস্কি
বায়ার্ন মিউনিখে থাকাকালীন ‘গোলমেশিন’ হয়ে উঠেছিলেন রবার্ট লেভান্দোস্কি। সেসব এখন অতীত। পোলিশ তারকার নতুন ঠিকানা এখন বার্সেলোনা। এবার স্প্যানিশ ক্লাবটির হয়েও অনেক গোল করার আশ্বাস দিলেন পোল্যান্ড স্ট্রাইকার।
বার্সায় নিজের প্রথম সংবাদ সম্মেলনে এসে ভক্তদের মনে আশা জাগালেন লেভান্দোস্কি। সেই সঙ্গে জানালেন, নতুন ঠিকানা হিসেবে সঠিক ক্লাবকেই বেছে নিয়েছেন পোলিশ তারকা।
চার বছরের জন্য কাতালান ক্লাবে যোগ দিয়েছেন লেভান্দোস্কি। নতুন স্ট্রাইকারকে কিনতে বার্সেলোনার খরচ করতে হয়েছে ৪৫ মিলিয়ন ইউরো। তবে এই চুক্তির অঙ্কটা বোনাসসহ আরো বাড়তে পারে। এ ছাড়া বার্সায় তাঁর রিলিজ ক্লজ হবে ৫০ কোটি ইউরো। তবে সবমিলিয়ে দুপক্ষের বোঝাপড়া চূড়ান্ত।
নিজের প্রথম সংবাদ সম্মেলনে এসে লেভান্দোস্কি বলেন, ‘আমার নাম রবার্ট, আমি পোল্যান্ড থেকে এসেছি এবং আমি বার্সেলোনায় থাকি। এই দলটায় অনেক মেধাবী এবং সম্ভাবনাময় খেলোয়াড় আছে। আমি ভালো ক্লাবেই এসেছি। সাফল্য পেতে হলে আমাদের অনেক কাজ করতে হবে এবং আমি খুবই খুশি।’
এরপর নিজের প্রত্যাশার কথা জানান বর্তমান বার্সা তারকা, ‘ফুটবলে গুরুত্বপূর্ণ হচ্ছে জয়ের আকাঙ্ক্ষা থাকা এবং আমি মনে করি, সেটা করার জন্য আমি সেরা জায়গাতেই এসেছি। সতীর্থদের সঙ্গে আমি শেষ কয়েকটা ট্রেনিং সেশন করেছি এবং পরের ম্যাচ খেলার জন্য আমি তৈরি। আশা করি, আমি অনেক গোল করতে পারব এবং এটাই আমার চ্যালেঞ্জ।’