বার্সেলোনাকে হারিয়ে দিল সেভিয়া!
কোপা ডেল রের সেমিফাইনালের প্রথম লেগেই হোঁচট খেয়েছে বার্সেলোনা। কাতালান জায়ান্টদের ২-০ গোলে পরাজিত করে আসরের ফাইনালের পথে অনেকটাই এগিয়ে গেছে সেভিয়া।
গতকাল বুধবার রাতে জুলেস কুন্ডের গোলে ২৫ মিনিটে এগিয়ে যায় সেভিয়া। ২২ বছর বয়সী এই সেন্ট্রাল ডিফেন্ডার কোনো ছাড় দেননি। এই মুহূর্তে কেন তাঁকে বিশ্বের অন্যতম সেরা সেন্ট্রাল ডিফেন্ডার হিসেবে বিবেচনা করা হয়। বার্সেলোনার সাবেক ক্রোয়েট মিডফিল্ডার ইভান রাকিটিচ ৮৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করার পাশাপাশি দলের জয় নিশ্চিত করেন।
বার্সেলোনার তিনজন ডিফেন্ডারকে পাশ কাটিয়ে কোনাকুনি শটে বার্সাকে এগিয়ে দেন। ম্যাচ শেষ হওয়ার পাঁচ মিনিট আগে রাকিটিচের স্ট্রাইকে রোনাল্ড কোম্যানের দলের পরাজয় নিশ্চিত হয়। এই পরাজয়ে ফাইনালের পথে এগিয়ে যেতে হলে ফিরতি লেগে ক্যাম্প ন্যুতে বার্সাকে বড় চ্যালেঞ্জ টপকাতে হবে।
বার্সা বস কোম্যান বলেন, ‘এই ফল কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তারা খুব বেশি উপহার পেয়ে গেছে। ফিরতি লেগ আমাদের জন্য কঠিন হয়ে দাঁড়াল। আমাদের সামনেও সুযোগ আছে এবং নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করব। নিজেদের মাঠে আমার দলের উপর পূর্ণ আস্থা আছে।’
আগামী সপ্তাহে পিএসজির বিপক্ষে চ্যাম্পিয়ানস লিগের শেষ ষোলোর লড়াইকে সামনে রেখে অবশ্য বার্সেলোনার রক্ষণভাগকে আরও বেশি সতর্ক হতে হবে। আগামী মঙ্গলবার ক্যাম্প ন্যুতে চ্যাম্পিয়ানস লিগের শেষ ষোলোর প্রথম লেগের ম্যাচে পিএসজিকে আতিথেয়তা দিবে কাতালান জায়ান্টরা।
যদিও এখনো কাপ আসরে কোনো কিছুই শেষ হয়ে যায়নি। আগামী ৩ মার্চ ঘরের মাঠে ইনজুরি আক্রান্ত ডিফেন্ডাররা দলে ফিরবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন কোম্যান। তার পরও কাল সম্ভাব্য সেরা একাদশ নিয়েই খেলতে নেমেছিলেন বার্সা বস। ইনজুরির কারণে রোনাল্ড আরাহো ও জেরার্ড পিকে দলের বাইরে রয়েছেন। যে কারণে লেফট-ব্যাক হিসেবে জোর্দি আলবার সাথে রাইট-ব্যাকে জুনিয়র ফিরপো, রাইট-ব্যাক অস্কার মিনগুয়েজাকে সেন্টার-ব্যাক হিসেবে স্যামুয়েল উমতিতির সাথে মাঠে নামিয়েছিলেন কোম্যান। লম্বা ইনজুরির কারণে উমতিতি এখনো তাঁর সেরা ফর্ম ফিরে পাননি।