বার্সেলোনার দারুণ জয়
উয়েফা চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় দিনে বড় পেয়েছে বার্সেলোনা। নিজেদের মাঠে ‘সি’ গ্রুপের ম্যাচে চেক রিপাবলিকের ক্লাব ভিক্টোরিয়া প্লজেনকে ৫-১ গোলে বিধ্বস্ত কাতালান ক্লাবটি।
বার্সেলোনার হয়ে আসরের প্রথম ম্যাচেই হ্যাটট্রিক করলেন লেভানদোস্কি। একটি করে গোল করেন ফঁক কেসিয়ে ও ফেররান তরেস।
ম্যাচের ১৩ মিনিটে বার্সা এগিয়ে যায়। কর্নার থেকে জুল কুন্দের হেড থেকে বল পেয়ে বল জালে পাঠান কেসিয়ে।
বার্সা ব্যবধান দ্বিগুণ করে ৩৪ মিনিটে। গোলদাতা লেভানদোস্কি। সার্জিও রবের্তোর পাসে বল পেয়ে চমৎকার শটে গোলটি করেন তিনি।
৪৪ মিনিটে একটি গোল করে ভিক্টোরিয়া। মিডফিল্ডার ইয়ান সিকোরা করেন গোলটি।
প্রথমার্ধের ইনজুরি সময়ে আরও একটি গোল পায় বার্সা। উসমান দেম্বেলের বাড়ানো বল ধরে লেভানদোস্কি ব্যক্তিগত দ্বিতীয় এবং দলের হয়ে তৃতীয় গোল করেন।
৬৭ মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেন লেভানদোস্কি। তরেসের পাসে বল পেয়ে ডি-বক্সের বাইরে থেকে শটে গোলটি করেন তিনি।
৭১ মিনিটে বার্সার হয়ে পঞ্চম গোল করেন তরেস। দেম্বেলের ক্রসে স্প্যানিশ ফরোয়ার্ড বল জালে পাঠাতে একটুও ভুল করেননি।