বার্সেলোনার নতুন কোচ জাভি
বার্সেলোনার কোচ হতে চলেছেন জাভি এরনান্দেস— এই গুঞ্জন চলছিল আগেই। এবার সত্যি সত্যিই এলো আনুষ্ঠানিক ঘোষণা। কাতারের ক্লাব আল সাদ ছেড়ে বার্সেলোনার নতুন কোচ হলেন ক্লাবটির সাবেক এই মিডফিল্ডার। রোনাল্ড কোম্যানের যুগ শেষ করে জাভির যুগে পথ চলা শুরু হলো বার্সেলোনার।
আজ শনিবার নিজেদের ওয়েবসাইটে এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বার্সেলোনা। ২০২৪ সাল পর্যন্ত জাভির সঙ্গে চুক্তি সেরেছে বার্সা। সবকিছু ঠিক থাকলে আগামী সোমবার নতুন কোচের সঙ্গে পরিচয় করি দেবে কাতালান ক্লাবটি।
এই বার্সাতেই ক্যারিয়ারের লম্বা সময় পার করেছেন জাভি। জিতেছেন চারটি চ্যাম্পিয়নস লিগ, আটটি লা লিগাসহ অসংখ্য ট্রফি। এবার নতুন ভূমিকায় পুরোনো ঠিকানায় ফিরে উচ্ছ্বসিত জাভি। এক ভিডিও বার্তা বার্সা সমর্থকদের ফেরার বার্তা জানিয়ে জাভি বলেন, ‘এটি (২০১৫ সালে ক্লাব ছাড়া) বিদায় ছিল না, এর মানে ছিল 'শীঘ্রই দেখা হবে'৷ ন্যু-ক্যাম্প সবসময়ই আমার বাড়ি৷ আপনারা আমার ভক্ত, আমার মানুষ, যে ক্লাবটি আমি সবচেয়ে বেশি ভালোবাসি। আর এখন, আমি বাড়িতে ফিরছি। শীঘ্রই দেখা হচ্ছে, কুলার্স। ফোরসা বার্সা।’
লিওনেল মেসি বার্সা ছাড়ার পর থেকে চরম খারাপ সময় পার করছে বার্সা। টানা পরাজয়ে ডুবে থাকা বার্সা শেষ পর্যন্ত কোচ রোনাল্ড কোম্যানকে বিদায় করেন। গত ২৭ অক্টোবর রোনাল্ড কোম্যানকে বরখাস্ত করা হয়। এরপরেই আলোচনায় ছিলেন জাভি। এবার সত্যি সত্যি পুরো ক্লাবে কোচ হয়ে ফিরলেন সাবেক এই তারকা ফুটবলার।