‘বিজয়কে জাতীয় দলে নেওয়ার এখনই সময়’
সদ্য সমাপ্ত ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে (ডিপিএল) সবচেয়ে বেশি উজ্জ্বল ছিলেন এনামুল হক বিজয়। এক আসরে এক হাজারের বেশি রান করে রেকর্ড গড়েন। প্রাইম ব্যাংকের এই ব্যাটার ১৫ ইনিংসের ১২টিতেই ৫০ এর বেশি রান করেছেন। তাই আলোচনা শুরু হয়ে গেছে, জাতীয় দলে বিজয়কে ফেরানো হবে কি না। বাংলাদেশ দলের সাবেক সফল অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজাও মনে করেন ফর্মের তুঙ্গে থাকা এই ক্রিকেটারকে জাতীয় দলে ফেরানো উচিত।
আজ বৃহস্পতিবার ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের ম্যাচ শেষে সাংবাদিকদের মাশরাফী বলেন, ‘তামিম-লিটন পারফর্ম করেছে। তাই বিজয়কে ওয়ানডে দলে নেওয়া হলেও প্রথম একাদশে জায়গা নাই। টেস্টেও কঠিন। তাই টি-টোয়েন্টি ফরম্যাটে বিজয়কে নেওয়ার সুযোগ আছে। এটা আমার মতামত। সে অসাধারণ ব্যাটিং করেছে, দাপট দেখিয়ে ব্যাটিং করেছে। আমি মনে করি বিজয়কে এখনই বিবেচনা করার সময়।’
জাতীয় দলের সাবেক অধিনায়ক আরও বলেন, ‘একজন ক্রিকেটার যদি ১১০০ রান করে সুযোগ না পায়, তাহলে তার আর নিজেকে প্রমাণের জায়গা থাকে না। এই পুরস্কারগুলো ওদের পাওয়া উচিত।’
ঢাকা প্রিমিয়ার লিগ লিস্ট ‘এ’ মর্যাদা পাওয়ার পর প্রথম ব্যাটসম্যান হিসেবে এক আসরে এক হাজার রানের রান করেছেন বিজয়। গড়েন বিশ্বরেকর্ডও। লিস্ট ‘এ’ ক্রিকেটে প্রথম কোনো ব্যাটার হিসেবে এক টুর্নামেন্টে করেন এক হাজার রান। তিনটি সেঞ্চুরি ও নয়টি হাফসেঞ্চুরিতে ১ হাজার ১৩৮ রান করেন তিনি।
আজ বিজয় না পারলেও সেঞ্চুরি তুলে নেন তামিম ইকবাল। গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে ১৩৭ রানের দারুণ ইনিংস উপহার দিয়েছেন তামিম।