বিপিএলে ঝড় তুলে নারাইনের রেকর্ড
লক্ষ্যটা বেশ বড় ছিল না। জয়ের জন্য কুমিল্লা ভিক্টোরিয়ানসের সামনে লক্ষ্য দাঁড়ায় ১৪৯ রানের। এই রান তাড়ায় রীতিমতো ঝড় তুললেন সুনিল নারাইন। মিরাজদের তুলোধুনো করে বিপিএলের দ্রুততম হাফসেঞ্চুরি তুলে নিলেন সুনিল নারাইন।
আজ বুধবার চট্টগ্রামের দেওয়া লক্ষ্য তাড়ায় উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে ক্রিজে আসেন নারাইন। শুরু থেকে শরিফুল ইসলাম, মেহেদী হাসান মিরাজদের ওপর তাণ্ডব চালান তিনি। চার-ছক্কার বৃষ্টিতে শেরেবাংলা ভাসিয়ে রেকর্ড বুকে নাম লেখান কুমিল্লার এই বিদেশি তারকা।
বিপিএলের ইতিহাসে প্রথম ব্যাটসম্যান হিসেবে মাত্র ১৩ বলে অর্ধশতক করেন নারাইন। ৬টা ছক্কা ও চারটি চারের মারে এই মাইলফলক স্পর্শ করেন তিনি। মোট ১৬ বল খেলে ৫ চার ও ৬ ছক্কায় ৫৭ রানের ইনিংস উপহার দেন নারাইন।
এর আগে, বিপিএলে দ্রুততম অর্ধশতকের রেকর্ড ছিল আহমেদ শেহজাদের দখলে পাকিস্তানি এই ক্রিকেটার ২০১২ সালে বরিশাল বার্নার্সের হয়ে ১৬ বলে অর্ধশতক করেছিলেন। এবার শেহজাদকে পেছনে ফেলে বিপিএলের দ্রুততম হাফ সেঞ্চুরিয়ান হলেন নারাইন।
নারাইনের রেকর্ডের দিনে জিতেছে কুমিল্লা। দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে চট্টগ্রামকে সাত উইকেটে হারিয়ে বিপিএলের ফাইনালে উঠেছে কুমিল্লা।
এর আগে টুর্নামেন্টের প্রথম দল হিসেবে ফাইনালের টিকেট পায় সাকিব আল হাসানের বরিশাল। এবার দ্বিতীয় দল হিসেবে ফাইনালের টিকেট পেল কুমিল্লা। আগামী শুক্রবার বিপিএলের ফাইনালে শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে কুমিল্লা ভিক্টোরিয়ানস ও ফরচুন বরিশাল।
আজ বিপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে আগে ব্যাট করতে নেমে ১০ উইকেটে ১৪৮ রান করেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। জবাব দিতে নেমে ১২.৫ ওভারে জয় তুলে নিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ানস।