বিপিএলে সর্বাধিক উইকেট শিকারিদের মধ্যে থাকতে চান তাসকিন
নিউজিল্যান্ড থেকে দুদিন আগেই দলের সঙ্গে দেশে ফিরেছেন তাসকিন আহমেদ। দেশে ফিরে বিশ্রামের সুযোগ নেই। এবার বিপিএল দিয়ে ফের মাঠের লড়াইয়ে নামতে হবে তাঁর। এ ব্যস্ত সূচিতে নিজেকে মানিয়ে বিপিএলের সর্বোচ্চ উইকেট শিকারিদের মধ্যে থাকতে চান এ বাংলাদেশি তারকা পেসার।
এবারের বিপিএলে সিলেট সানরাইজার্সের হয়ে খেলবেন তাসকিন। দেশে ফিরে পরিবারের সঙ্গে কিছুটা সময় কাটানোর জন্য দলের সঙ্গে শুরু থেকেই অনুশীলন করতে পারেননি তিনি। আজ বৃহস্পতিবার থেকে মূলত তাঁর বিপিএল মিশন শুরু।
প্রস্তুতি কিছুটা কম হয়ে গেলেও নিজের সেরাটা দিতে মুখিয়ে আছেন তাসকিন। তিনি বলেন, ‘এটার সঙ্গে (ব্যস্ত সূচি) যেকোনোভাবে মানিয়ে তো নিতেই হবে। একটা পেশাদার ক্রিকেটারের দায়িত্ব মানিয়ে নেওয়া। মানিতে নিতে পারিনি বলে খারাপ করেছি, এটা আসলে কোনো অজুহাতই হতে পারে না। যেভাবেই হোক, দ্রুত মানিয়ে নিয়ে দলকে যেন সেরাটা দিতে পারি এবং জয়ের জন্য অবদান রাখতে পারি, এটাই চাওয়া থাকবে।’
এরপর নিজের লক্ষ্য নিয়ে তাসকিন বলেন, ‘প্রতিটি বছরই নতুন সুযোগ। আমার লক্ষ্য থাকবে সেরাটা দেওয়ার। তবে, নিজের প্রক্রিয়া ধরে রাখতে চাই। আমার তো ইচ্ছা আছে যে, সর্বোচ্চ উইকেট শিকারিদের মধ্যে আসতে চাই। তবে যে প্রক্রিয়া সবসময় অনুসরণ করছি, সেটি ঠিক রাখতে চাই।’
আগামীকাল ২১ জানুয়ারি থেকে মাঠে গড়াচ্ছে দেশের ঘরোয়া টি-টোয়েন্টির সবচেয়ে বড় আসরটি। টুর্নামেন্টের ফাইনাল হবে ১৮ ফেব্রুয়ারি। চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও ফরচুন বরিশালের ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বিপিএল। দিনের দ্বিতীয় ম্যাচে লড়বে ঢাকা ও খুলনা। তাসকিনদের প্রথম ম্যাচ ২২ জানুয়ারি। ওইদিন কুমিল্লার মুখোমুখি হবে সিলেট সানরাইজার্স। ২৭ দিনের এ টুর্নামেন্টে ৩৪টি ম্যাচ থাকছে।