বিপিএল থেকে নতুন খেলোয়াড় পাবে বাংলাদেশ : সাকিব
টি-টোয়েন্টি মানের ক্রিকেটার নিয়ে বাংলাদেশের আক্ষেপটা পুরোনো। ঘরোয়া নানা টুর্নামেন্ট আয়োজন করা হলেও এ সংস্করণে ভালো মানের ক্রিকেটার সেভাবে পায়নি বাংলাদেশ। তবুও সাকিব আল হাসান বিশ্বাস করেন, বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) থেকে দুই-তিন জন খেলোয়াড় পাবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল।
টি-টোয়েন্টিতে দেশের ক্রিকেটের উন্নতির জন্যই মূলত বিপিএল শুরু করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কিন্তু, সে লক্ষ্য পূরণ করতে এখনও সফল হতে পারেনি বোর্ড। কয়েক মাস আগে হওয়া বিশ্বকাপেও ফুটে উঠেছে টি-টোয়েন্টিতে বাংলাদেশের দৈন্যদশা। তবুও নতুন আসরকে ঘিরে নতুন করে স্বপ্ন দেখছেন বিশ্বসেরা অলরাউন্ডার।
ফরচুন বরিশালের তারকা ক্রিকেটার সাকিব এ ব্যাপারে বলেন, ‘এটা (বিপিএল) দেশের ক্রিকেটারদের জন্য বড় একটা সুযোগ, বড় একটা মঞ্চ নিজেদের মেলা ধরার এবং পারফরম্যান্স দেখিয়ে জাতীয় দলে আসার। আমি বিশ্বাস করি, এখান থেকে দুই কিংবা তিন জন নতুন ক্রিকেটার পাব, যারা টি-টোয়েন্টি ফরম্যাটে অন্তত জাতীয় দলের প্রতিনিধিত্ব করতে পারবে। নতুন ক্রিকেটারদের পারফর্ম করে জাতীয় দলের আসার জন্য ভালো একটি প্ল্যাটফর্ম এটি, যেখানে তারা পারফর্ম করে জাতীয় দলে আসতে পারে বা না আসলেও অন্তত এমন একটি পর্যায়ে নিতে পারে, যেখান থেকে জাতীয় দলে আসার মতো অবস্থায় যেতে পারে।’
বিপিএলে নিজের দল বরিশাল নিয়ে সাকিব বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে মনে করি, আমরা খুব ভারসাম্যপূর্ণ একটি দল। খেলা শুরু হলে কিছু কিছু ঘাটতি দেখা দিতে পারে, যেগুলো কাটিয়ে ওঠার চেষ্টা করব। বরিশাল দলের কথা বলছি, দেশি-বিদেশি তুলনা করতে চাই না বা কার গুরুত্ব বেশি, কার গুরুত্ব কম সেটা বলতে চাই না। মাঠে ১১ জন খেলবে, বাইরে ডাগআউটে যারা থাকবে, সবাই মিলে যদি একসঙ্গে কাজ করতে পারি—তাহলে ফলাফল আসা সম্ভব। ’
সাকিব আরও বলেন, ‘যে ছয়টা দল এসেছে, সবাই চাইবে চ্যাম্পিয়ন হতে। সবাই ভালো, ভারসাম্যপূর্ণ দল। দিনশেষে মাঠে কে ভালো পারফর্ম করবে এটার ওপর নির্ভর করছে। চেষ্টা থাকবে মাঠে যেন আমরা ভালো করতে পারি।’