বিশ্বকাপের আগেই সাংবাদিক হয়রানির অভিযোগ
এখনও মাঠে গড়ায়নি বিশ্বকাপ ফুটবল। তবুও ফুটবল উন্মাদনার পারদ উঠেছে শীর্ষে। সারা বিশ্বের সাংবাদিকেরা সে খবর জানাতেই হাজির হয়েছেন কাতারে। তবে, এরই মাঝে দুই সাংবাদিকের সঙ্গে ঘটে গেছে অপ্রীতিকর ঘটনা। কাজে বাধা, হয়রানি এবং হুমকির অভিযোগ করেছেন তারা। খবর স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা।
আমেরিকার বিখ্যাত সাংবাদিক গ্রান্ট ওয়াহল কাতারের প্রথম দিনেই বাধার মুখে পড়েছেন। একটি দেওয়ালের কিছু লেখার ছবি মোবাইলে তোলার সময়ে একজন নিরাপত্তাকর্মী তাকে বাধা দেয়। এসময় সেই নিরাপত্তাকর্মী গ্রান্টকে ছবিটি ডিলিট করে দিতে বলে এবং জেরা করতে থাকে। এ সময় কর্মী রুষ্ঠ কণ্ঠে বলেন, ‘এখানে ছবি তোলা যাবে না। আর দেওয়ালে ছবি তোলার মতো এমন কিছুই লেখা নেই।’
অন্যদিকে, সংবাদ সংগ্রহের সময়ে হয়রানি এবং হুমকির অভিযোগ তুলেছেন ডেনমার্কের টিভি২ চ্যানেলের সাংবাদিক রাসমাস ট্যানথোল্ড। এ সময় ক্যামেরা ভেঙে ফেলাসহ নানান হুমকি দেন এক নিরাপত্তাকর্মী এবং স্থানীয় কিছু লোক।
এ বিষয়ে রাসমাস বলেছেন, ‘অভিযোগ পেয়ে কাতার আন্তর্জাতিক মিডিয়া অফিস এবং কাতার সুপ্রিম কমিটির পক্ষ থেকে ক্ষমা চাওয়া হয়েছে। এ ছাড়া তারা এরকম অনাকাঙ্ক্ষিত বিষয়ের জন্য অনুতপ্ত হয়েছে।’