বিশ্বকাপের লস ব্লাঙ্কোস একাদশ
আগামী নভেম্বর-ডিসেম্বরে বসছে কাতার বিশ্বকাপ। আসরটিকে সামনে রেখে ইউরোপীয় ক্লাবগুলোর সব কোচিং স্টাফ সর্বোচ্চ সতর্কতার মধ্যে রয়েছেন। রিয়াল মাদ্রিদও এর ব্যতিক্রম নয়। কার্লো আনচেলত্তির দলের খেলোয়াড়রা মধ্যপ্রাচ্যে খেলতে উন্মুখ হয়ে আছেন।
রিয়াল মাদ্রিদে বর্তমান ইউরোপীয় এবং স্প্যানিশ অনেক খেলোয়াড় রয়েছেন। কাতার বিশ্বকাপের সম্ভাব্য বিকল্প নিয়ে লস ব্লাঙ্কোস একাদশ একাদশ গঠন করতে পারে তারা।
ইনজুরি বাদে রিয়াল মাদ্রিদের ১৪ জন খেলোয়াড় কাতারের টিকেট পেতে পারেন।
রিয়াল মাদ্রিদ থেকে স্পেন দলে ডাক পেয়েছেন দানি কারভাহাল, মার্কো অ্যাসেনসিও। ব্রাজিল জাতীয় দলে রিয়াল থেকে তিতে ডেকেছেন এদের মিলিতাও, ভিনিসিয়ুস জুনিয়র ও রদ্রিগোকে।
ফ্রান্স দলে ফেরলান্ড মেন্দি, চুয়ামেনি, করিম বেনজেমা ও এদোয়ার্দো কামাভিঙ্গা। বেলজিয়াম দলে থিবো কোর্তোয়া ও এডেন হ্যাজার্ড। ক্রোয়েশিয়ায় লুকা মদরিচ, জার্মানিতে আন্তোনিও রুডিগার এবং উরুগুয়ে জাতীয় দলে ডাক পেয়েছেন ফেদেরিকো ভালভার্দে।