বিশ্বকাপের স্বপ্ন পূরণ হওয়ায় মেয়েদের বাঁধভাঙা উচ্ছ্বাস
যে স্বপ্ন নিয়ে জিম্বাবুয়ের হারারেতে পা রেখেছিল বাংলাদেশের মেয়েরা, সেটি পূরণ হয়েছে। প্রথমবার ওয়ানডে বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশ নারী দল। বিশ্বকাপে খেলার স্বপ্ন পূরণের আনন্দে বাঁধভাঙা উচ্ছ্বাসে মেতেছেন রুমানা-সালমারা।
করোনাভাইরাসের নতুন ধরনের কারণে বাতিল হয়ে গেছে জিম্বাবুয়েতে হওয়া নারীদের বিশ্বকাপ বাছাই। বাছাই পর্ব বাতিল হওয়াতেই এ দারুণ সংবাদ পেল বাংলাদেশ নারী ক্রিকেট দল। র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায় প্রথম বারের মতো ওয়ানডে বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের মেয়েরা।
গতকাল শনিবার সন্ধ্যায় এক সংবাদ বিবৃতিতে বাছাই পর্ব বাতিল হওয়ার খবরটি জানিয়েছে আইসিসি। সেইসঙ্গে জানিয়েছে, মূল পর্বে সুযোগ পাওয়া দলগুলোর নাম। র্যাঙ্কিংয়ের বিবেচনায় বিশ্বকাপে বাংলাদেশের সঙ্গে খেলার সুযোগ পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তান।
বিশ্বকাপে ওঠার আনন্দ প্রকাশ করে এক ভিডিও বার্তায় বাংলাদেশ দলের অধিনায়ক নিগার সুলতানা বলেন, ‘যে স্বপ্ন নিয়ে আমরা এখানে এসেছিলাম, তা পূরণ হয়েছে। হয়তো এটা কিছুদিন পরে হতো, কিন্তু আগেই হয়ে গেছে, যার জন্য আমরা বেশি আনন্দিত। আমি বলব, এটা আমাদের সবার কঠোর পরিশ্রমের ফল। আমরা যদি র্যাঙ্কিংয়ে পাঁচে থেকে কোয়ালিফাই করি, আমরা অনেক কষ্ট করেছি। আমরা প্রত্যেকে যে কাজগুলো করেছি, তার ফল হিসেবে এটা পেয়েছি। আমি আরও বেশি খুশি যে প্রথমবার অধিনায়ক হিসেবে এসে আমি এত বড় একটা আনন্দ পেয়েছি। এটা আমাদের দলের জন্য অনেক গর্বের বিষয়। বিশ্বকাপে গিয়ে যেন আমরা ধারাবাহিকতা ধরে রাখতে পারি।’
সাবেক অধিনায়ক রুমানা আহমেদ বলেন, ‘এই দিনটা আমাদের জন্য অনেক স্মরণীয়, এই দিনেই আমরা বিশ্বকাপে কোয়ালিফাই করেছি। আমরা অনেক ভালোভাবে র্যাঙ্কিংয়ে পাঁচে এসেছি, এটা আমার কাছে আনন্দের। দেশবাসীর, সবার দোয়া ছিল বলে আজ এরকম একটা অনুভূতি আমাদের। পরবর্তী লক্ষ্য বিশ্বকাপে গিয়ে যেন আমরা ভালো কিছু করতে পারি। ইনশাআল্লাহ ভালো কিছুই হবে।’
অভিজ্ঞ অলরাউন্ডার সালমা খাতুন জানান, মূল পর্বেও ভালো করতে চান তারা, ‘আলহামদুলিল্লাহ, বিশ্বকাপে কোয়ালিফাই করে আমরা অনেক আনন্দিত। এটা বলে বোঝানো যাবে না, আমরা কতটা আনন্দিত। সবচেয়ে বড় বিষয়, আমরা এখানে এসেছিলাম বিশ্বকাপে কোয়ালিফাই করতে, সেটায় আমরা সফল হয়েছি। আশা করি, বিশ্বকাপে গিয়ে আমরা ভালো করব, ইনশাল্লাহ।’
ফারজানা হকের কথায়, ‘যে স্বপ্নটা আজ পূরণ হয়েছে আমাদের, এটা শুধু আমাদের নয়, ক্রিকেট বোর্ড, ম্যানেজমেন্ট, খেলোয়াড় থেকে শুরু করে সবাই। যে স্বপ্ন আমাদের ছিল, সেটা আস্তে আস্তে বাস্তবায়ন হয়েছে। বুঝিয়ে অনুভূতি বলা যাবে না আসলে কী (অনুভব করছি)। আমাদের যে স্বপ্নটা পূরণ হলো এটা সামনে আমাদের ক্রিকেটের জন্য ভালো হবে।’
২০২২ সালে মার্চে অনুষ্ঠিত হবে নারীদের ওয়ানডে বিশ্বকাপ। যেখানে স্বাগতিক নিউজিল্যান্ডের সঙ্গে আগেই সরাসরি সুযোগ পেয়েছে অস্ট্রেলিয়া, ভারত, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। এবার সুযোগ পেল বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তান।
এবারই প্রথমবার ওয়ানডে বিশ্বকাপে অংশ নেবে বাংলাদেশ নারী দল। এর আগে দুইবার বাছাই পর্ব খেলে প্রতিবারই পঞ্চম হয় লাল-সবুজের দল।
আইসিসির টুর্নামেন্ট প্রধান ক্রিস টেলি বাছাই পর্ব বাতিল নিয়ে বলেছেন, ‘আমরা খুবই হতাশ যে টুর্নামেন্টটি বাতিল করতে হয়েছে। কিন্তু খুবই অল্প সময়ের মধ্যে ভ্রমণ নিষেধাজ্ঞাগুলো দেওয়া হয়েছে। দলগুলো আবার না ফিরতে পারার শঙ্কা আছে। তাই টুর্নামেন্ট বাতিল করতে হয়েছে।’