বিশ্বকাপে ডাক পেয়েই বান্ধবীকে বিয়ের প্রস্তাব পেদ্রোর
বিশ্বকাপের মঞ্চে দেশকে প্রতিনিধিত্ব করার স্বপ্ন সব ফুটবলারেরই। ব্রাজিল ফরোয়ার্ড পেদ্রোরও সেই স্বপ্ন পূরণ হয়েছে। ব্রাজিলের বিশ্বকাপ দলে সুযোগ পেয়েছেন তিনি। এই দিনটি স্মরণীয় করে রাখতে আরেকটি কাজ করে বসলেন পেদ্রো। বিশ্বকাপ দলে জায়গা পাওয়ার পরপরই বান্ধবীকে বিয়ের প্রস্তাব দিয়েছেন ব্রাজিল ফুটবলার।
কাতার বিশ্বকাপকে সামনে রেখে গতকাল সোমবার রাতে বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করেছে ব্রাজিল। যেখানে সুযোগ পেয়েছেন পেদ্রো। ব্রাজিলের জার্সিতে মাত্র ২ ম্যাচ খেলেই সুযোগ পেয়ে গেছেন পেদ্রো।
গোল ডটকমের প্রতিবেদন জানায়, ব্রাজিল কোচ তিতের মুখে নিজের নাম শোনার পরিবারের সঙ্গে মেতে ওঠেন পেদ্রো। তখনই বান্ধবী ফের্নান্দা নগেইরার সামনে হাঁটু গেড়ে বসেন তিনি। এরপর আংটি হাতে প্রস্তাব দেন বিয়ের। চমকে যাওয়া নগেইরাও সঙ্গে সঙ্গে সাড়া দেন।
আগামী ২০ নভেম্বর পর্দা উঠবে এবারের বিশ্বকাপের। দেশটির আটটি স্টেডিয়ামে চ্যাম্পিয়ন হওয়ার জন্য লড়বে ৩২টি দল। বিশ্বকাপের প্রথম দিন স্বাগতিক কাতার মুখোমুখি হবে ইকোয়েডরের। একদিন পর ২২ নভেম্বর সৌদি আরবের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করবে আর্জেন্টিনা। ব্রাজিলের মিশন শুরু ২৫ নভেম্বর। প্রথম ম্যাচে সার্বিয়ার বিপক্ষে লড়বে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াড
গোলরক্ষক : অ্যালিসন, এদেরসন, ওয়েভেরতন
ডিফেন্ডার : দানি আলভেস, দানিলো, আলেক্স সান্দ্রো, আলেক্স তেলেস, চিয়াগো সিলভা, মার্কিনিয়োস, এদের মিলিতাও, গ্লেইসন বেহেমা।
মিডফিল্ডার : কাসেমিরো, ফাবিনিয়ো, ব্রুনো গিমারেস, ফ্রেদ, লুকাস পাকেতা, এভেরতন রিবেইরো, লুকাস পাকেতা।
ফরোয়ার্ড : নেইমার, ভিনিসিউস জুনিয়র, গাব্রিয়েল জেসুস, আন্তোনি, রাফিনিয়া, রিশার্লিসন, গাব্রিয়েল মার্তিনেল্লি, রদ্রিগো, পেদ্রো।