বিশ্বকাপে নিরাপত্তার দায়িত্বে থাকবে পাকিস্তানের সেনাবাহিনী
চলতি বছরের শেষ দিকে কাতারে অনুষ্ঠেয় বিশ্বকাপ ফুটবল আয়োজনে নিরাপত্তা সেবা দেওয়ার জন্য পাকিস্তানের মন্ত্রিপরিষদ একটি খসড়া চুক্তির অনুমোদন দিয়েছে। আজ মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির তথ্যমন্ত্রী মারিয়াম আওরঙ্গজেব এ কথা জানান।
চুক্তির আওতায় কাতারে সেনাবাহিনী পাঠাবে পাকিস্তান। দোহা ও ইসলামাবাদের মধ্যে খসড়া চুক্তিটি মন্ত্রিসভার অনুমোদন পেয়েছে। তবে কখন দুই দেশের মধ্যে চুক্তিটি সই হবে, তা এখনও নিশ্চিত নয়।
পাকিস্তানের মন্ত্রিপরিষদের সংক্ষিপ্ত বিবৃতিতে বলা হয়েছে, কাতার আগামী ২০ নভেম্বর থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠেয় বিশ্বকাপে নিরাপত্তার বিষয়ে তাদের সহায়তা চেয়েছে। পাকিস্তানের সেনাবাহিনীর প্রস্তাব অনুযায়ী দুদেশের জন্য খসড়া চুক্তি তৈরি হয়।
এ চুক্তির মাধ্যমে দুই দেশ একে অপরের প্রতি দায়বদ্ধতা, নিরাপত্তার জন্য নিয়োজিত সেনাদের প্রয়োজনীয় দক্ষতা-পারদর্শিতাকে সুনির্দিষ্টভাবে উল্লেখ করা ও সেনাদের সংখ্যা নির্ধারণ করা হবে বলেও বিবৃতিতে জানানো হয়েছে।
কেন নিরাপত্তার জন্য পাকিস্তানের সেনাদের নির্বাচন করা হয়েছে এবং তারা কাতারে কী কাজ করবেন সে বিষয়ে কাতার সরকারের গণমাধ্যম বিভাগ এখনও জানায়নি।
বিশ্বকাপের আয়োজক কমিটিও তাৎক্ষণিকভাবে এ বিষয়ে মন্তব্য করতে রাজি হয়নি।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের দুদিনের দোহা সফরের আগে এসেছে খসড়া চুক্তির অনুমোদনের সংবাদ। পাকিস্তানের সরকারি নথি অনুসারে, তাঁর সফরসঙ্গী হিসেবে কয়েকজন মন্ত্রীও থাকছেন।