বিশ্বকাপ ঘিরে ইউক্রেন-রাশিয়াকে যুদ্ধ বন্ধের অনুরোধ
কাতারে ফুটবল বিশ্বকাপ চলাকালীন রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বিরতির অনুরোধ জানিয়েছেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। ইন্দোনেশিয়ার বালিতে জি ২০-এর নেতাদের সঙ্গে মধ্যাহ্নভোজের সময় বিশ্ব ফুটবল নিয়ন্ত্রক সংস্থা ফিফার সর্বোচ্চ পদ থেকে এ আহ্বান জানানো হয়। ইনফান্তিনোর বক্তব্যের ভিডিও স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা প্রকাশ করেছে।
জিয়ান্নি ইনফান্তিনো বলেছেন, ‘আমি মনে করি, এই বিশ্বকাপ রাশিয়া ও ইউক্রেন যুদ্ধের সাময়িক অবসান আনতে পারে। সকলের কাছে বিনীত অনুরোধ করছি, বিশ্বকাপের সময়ে অন্তত এক মাসের জন্য আপনারা (ইউক্রেন-রাশিয়া) যুদ্ধবিরতির কথা ভাবুন। তাছাড়া বৈশ্বিক শান্তির জন্য সংলাপের বিষয়ে আপনাদের চিন্তা করা উচিত।’
ইনফান্তিনো আরও বলেছেন, ‘আপনারা চাইলে সমাধান সম্ভব। কারণ আপনারা বিশ্বনেতা। ফুটবল বিশ্বে শান্তির বার্তা নিয়ে এসেছে। তাই এ আয়োজনকে কেন্দ্র করে আপনাদেরও শান্তির পথ বেছে নেওয়া উচিত হবে।’
এ বছর ফুটবল বিশ্বকাপের ২২তম আসর আগামী ২০ নভেম্বর থেকে কাতারের পাঁচটি শহরে অনুষ্ঠিত হবে। আসরের ফাইনাল হবে ১৮ ডিসেম্বর। যুদ্ধের কারণে দোষারোপ করে কাতার বিশ্বকাপে রাশিয়াকে নিষিদ্ধ করা হয়েছে। অন্যদিকে বাছাই পর্বে ওয়েলসের বিপক্ষে হেরে বাদ পড়েছে ইউক্রেন।