বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছেন রশিদ খান
বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছেন আফগানিস্তানের তারকা স্পিনার রশিদ খান। ভবিষ্যতে বিশ্বকাপ জয়ের সক্ষমতা আফগানিস্তান দলের রয়েছে বলেও মনে করেন তিনি। গত ১২ বছরে আফগান ক্রিকেটে অনেক উন্নতি হয়েছে। র্যাঙ্কিংয়ে হয়েছে উন্নতি। ২০০৯ সালে ওয়ানডের পর ২০১৭ সালে টেস্ট মর্যাদা পায় আফগানরা। এ বছর সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করে তারা।
চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলা রশিদ বলেন, ‘দল হিসেবে গত ১০ বছরে আমরা অনেক কিছু অর্জন করেছি। আমরা এমন একটা জায়গা থেকে এসেছি, যেখানে আমাদের কোনো সুযোগ সুবিধা ছিল না। বেশ কয়েকটি বিশ্বকাপে খেলেছি। প্রত্যেক দেশেরই স্বপ্ন থাকে টেস্ট মর্যাদা পাওয়ার, আমরা সেটা পেয়েছি। আমরা টেস্ট খেলছি। আমরা অনেক কিছু অর্জন করেছি।’
রিপাবলিক ওয়ার্ল্ড ডটকমকে রশিদ খান আরও বলেন, ‘আমাদের সক্ষমতা আছে, ভবিষ্যতে আমরা বিশ্বকাপ জিতব বলে করেছি, বিশেষ করে টি-টোয়েন্টি। এটি সবার স্বপ্ন, সব খেলোয়াড়ের এটাই লক্ষ্য, এই লক্ষ্য অর্জনের সক্ষমতা আমাদের আছে। আমি আশাবাদী ভবিষ্যতে আমরা সে লক্ষ্য অর্জনে সক্ষম হবো।’