বিশ্বকাপ ফাইনালে পোলিশ রেফারি সিমন মার্চিনিয়াক
রোববার রাতে কাতার বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও ফ্রান্স। বাংলাদেশ সময় রাত ৯টায় লুসাইল স্টেডিয়ামে শুরু হবে শিরোপা নির্ধারণী লড়াই। মেসি-এমবাপ্পেদের রুদ্ধশ্বাস এই ম্যাচটি পরিচালনা করবেন পোল্যান্ডের সিমন মার্চিনিয়াক।
এবারের বিশ্বকাপে এর আগে দুটি ম্যাচ পরিচালনা করেছেন মার্চিনিয়াক। দুটি ম্যাচেই ছিল ফ্রান্স ও আর্জেন্টিনা। গত ২৬ নভেম্বর গ্রুপ পর্বে ফ্রান্স-ডেনমার্ক ম্যাচ ও ৩ ডিসেম্বর শেষ ষোলোয় আর্জেন্টিনা-অস্ট্রেলিয়া ম্যাচের দায়িত্বে ছিলেন তিনি। দুটি ম্যাচেই ফ্রান্স ও আর্জেন্টিনা জিতেছিল ২-১ ব্যবধানে।
ফাইনালে ৪১ বছর বয়সি মার্চিনিয়াকের সহকারী হিসেবে থাকবেন তার স্বদেশি পাভেল সকোলনিৎসকি ও তমাস লিসকিয়েভিচ।
ফাইনালের আগের দিন ক্রোয়েশিয়া ও মরক্কোর তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে রেফারি হিসেবে থাকছেন কাতারের আব্দুল রহমান আল জসিম। তার দুই সহকারী তালেব আল মারি ও সৌদ আহমেদ আলমাকালেহ।