বিশ্বকাপ ফাইনাল : সুরের ছন্দে মাতল মেলবোর্ন
টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালের আগে মুহূর্তে মাঠ মাতালেন আইসহাউস, বার্টনের পাশাপাশি ভারতীয় জানকী ঈশ্বর। অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত বিশ্বকাপের উন্মাদনা শেষ হবে আজকের পাকিস্তান-ইংল্যান্ড ম্যাচের মধ্য দিয়ে। মেগা ফাইনাল শুরুর আগে ৮মিনিটে সুরের ছন্দে ক্রিকেট ভক্তদের আরেকটু উচ্ছ্বসিত করল মেলবোর্ন।
রোববার মেলবোর্নে মেগা ফাইনালের উদ্বোধনী অনুষ্ঠানে স্টেডিয়াম মাতিয়েছেন অস্ট্রেলিয়ান জনপ্রিয় রকারস আইসহাউজ। মাঠ এবং মাঠের বাইরে তখন যারা দেখছিলেন প্রত্যেকেই ‘গ্রেট সাউদার্ন ল্যান্ড’ এর মূর্ছনায় উল্লাস প্রকাশ করেছেন।
অস্ট্রেলিয়ার জনপ্রিয় কণ্ঠশিল্পী মিচ ট্যাম্বো এবং উইলিয়াম বার্টন খেলার মাঠে গানের পাশাপাশি বাদ্যযন্ত্রের সুরে এক বিস্ময়কর আদিবাসী ছন্দ যোগ করেছেন। আইসহাউজের ‘উই ক্যান গেট টুগেদার’ এর সাথে সেই আদিবাসী ছন্দ দর্শক হৃদয়ে আরও মাদকতা বাড়িয়ে দিয়েছে।
এদিকে ফাইনাল ম্যাচে ভারতের ক্রিকেট দল না থাকলেও সুরকার ছিলেন মাঠে। ১৩ বছর বয়সী অস্ট্রেলিয়ান ভারতীয় জানকী ঈশ্বর ভাসিয়েছেন সুরের ভেলা। তাঁর সুরের যাদু মুগ্ধ করেছে মেলবোর্নের মানুষকে।
এদিন বৃষ্টির পূর্বাভাস দেখে ভয় পেয়েছিলেন দর্শকেরা। কিন্তু খেলা শুরু হওয়ার আগে স্বল্প সময়ের সঙ্গীত আয়োজন সে ভয়কে ভুলিয়ে দিয়েছে।