বিশ্বকাপ ফুটবল : সোনার ট্রফি জিতেছে যারা
ফুটবল বিশ্বকাপ এলেই এর মোহে বুঁদ হয়ে থাকে পুরো বিশ্ব। একদিন বাদে শুরু হবে সেই মহাযজ্ঞ। সোনালি ট্রফির পেছনে মাঠে ছুটবে ৩২টি দল। মাঠের বাইরে ফুটবল উন্মাদনায় মেতে থাকবে কোটি কোটি ভক্ত। এনটিভি অনলাইনের ফুটবল বিশ্বকাপ আয়োজনের আজকের পর্বে জেনে নেওয়া যাক সোনালি ট্রফি জিতেছেন কারা!
বিশ্বকাপে অনেকদল অংশ নিলেও এখন পর্যন্ত চ্যাম্পিয়ন হয়েছে মাত্র ৮টি দেশ। এর মধ্যে মাত্র ৫টি দেশ একাধিকবার বিশ্বকাপ জেতার গৌরব অর্জন করেছে। বাকিরা জিতেছে একবার করে।
বিশ্বকাপের চ্যাম্পিয়ন সর্বাধিকবার হয়েছে ব্রাজিল। এখন পর্যন্ত ৫বার চ্যাম্পিয়ন হয়েছে লাতিন আমেরিকার দেশটি। দ্বিতীয় সর্বোচ্চবার চ্যাম্পিয়ন হয়েছে জার্মানি। তাদের ঝুলিতে উঠেছে ৪টি বিশ্বকাপ।
সমান ৪বার জিতেছে ইতালিও। কিন্তু ৪বার বিশ্বকাপ জেতা ইতালি এবারও নেই বিশ্বকাপে। বাছাইপর্ব পেরিয়ে মূল পর্বে উঠতে ব্যর্থ হয়েছে ইউরো চ্যাম্পিয়নরা। গেলবার রাশিয়া বিশ্বকাপেও খেলতে পারেনি ইতালি।
বিশ্বকাপ জেতার তালিকায় এর পরেই আছে আর্জেন্টিনা, উরুগুয়ে ও ফ্রান্সের নাম। এরা প্রত্যেকেই জিতেছে তিনবার করে। ফ্রান্স সবশেষ রাশিয়া বিশ্বকাপ জিতে এই তালিকায় স্থান করে নিয়েছেন। বাকি দলগুলো জিতেছে একবার করে।
এক নজরে দেখে নেওয়া যাক কারা জিতেছেন বিশ্বকাপ—
স্বাগতিক জয়ী রানার্সআপ
২০১৮ রাশিয়া ফ্রান্স ক্রোয়েশিয়া
২০১৪ ব্রাজিল জার্মানি আর্জেন্টিনা
২০১০ দক্ষিণ আফ্রিকা স্পেন হল্যান্ড
২০০৬ জার্মানি ইতালি ফ্রান্স
২০০২ জাপান/দ. কোরিয়া ব্রাজিল জার্মানি
১৯৯৮ ফ্রান্স ফ্রান্স ব্রাজিল
১৯৯৪ যুক্তরাষ্ট্র ব্রাজিল ইতালি
১৯৯০ ইতালি জার্মানি আর্জেন্টিনা
১৯৮৬ মেক্সিকো আর্জেন্টিনা জার্মানি
১৯৮২ স্পেন ইতালি জার্মানি
১৯৭৮ আর্জেন্টিনা আর্জেন্টিনা হল্যান্ড
১৯৭৪ জার্মানি জার্মানি হল্যান্ড
১৯৭০ মেক্সিকো ব্রাজিল ইতালি
১৯৬৬ ইংল্যান্ড ইংল্যান্ড জার্মানি
১৯৬২ চিলি ব্রাজিল চেকোস্লোভাকিয়া
১৯৫৮ সুইডেন ব্রাজিল সুইডেন
১৯৫৪ সুইজারল্যান্ড জার্মানি হাঙ্গেরি
১৯৫০ ব্রাজিল উরুগুয়ে ব্রাজিল
১৯৪৬ হয়নি
১৯৪২ হয়নি
১৯৩৮ ফ্রান্স ইতালি হাঙ্গেরি
১৯৩৪ ইতালি ইতালি চেকোস্লোভাকিয়া
১৯৩০ উরুগুয়ে উরুগুয়ে আর্জেন্টিনা