বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ ওমানে গিয়ে খেলতে চায় না বাংলাদেশ
বিশ্বকাপ ও এশিয়ান কাপের বাছাই পর্বে বাংলাদেশের এখনো তিনটি ম্যাচ বাকি। আফগানিস্তান, ওমান ও ভারতের বিপক্ষে এই তিনটি ম্যাচ খেলবে লাল-সবুজের দল। এই তিনটি ম্যাচই ঘরের মাঠে খেলার কথা জামাল ভূঁইয়াদের।
অবশ্য এই তিনটি ম্যাচ ওমান তাদের দেশে আয়োজনের প্রস্তাব দিয়েছে বাংলাদেশকে। ওমানের এই প্রস্তাব না করে দিয়েছে বাফুফে।
আজ বুধবার বাফুফের জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির সভা শেষে চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ বলেন, ‘বিশ্বকাপ বাছাইয়ের আমাদের বাকি থাকা তিনটি ম্যাচ ওমানে গিয়ে খেলার প্রস্তাব পেয়েছি। তাদের প্রস্তাবের জন্য ধন্যবাদ জানিয়েছি। কিন্তু আমরা ম্যাচগুলো বাংলাদেশেই খেলতে চাই।’
বিশ্বকাপ ও এশিয়ান কাপের বাছাই পর্বের বাংলাদেশের পরবর্তী ম্যাচ আগামী ২৫ মার্চ। প্রতিপক্ষ আফগানিস্তান। পরে ৭ জুন ভারত এবং ১৫ জুন ওমানের বিপক্ষে খেলার কথা লাল-সবুজের দলের। সবকটি ম্যাচই হবে সিলেট স্টেডিয়ামে।
তবে ওমান প্রস্তাব দিয়েছে আগামী ২৪, ২৭ ও ৩০ মার্চ তিনটি ম্যাচ তাদের দেশে গিয়ে খেলার। কিন্তু বাংলাদেশ আপাতত না করে দিয়েছে।
গত ডিসেম্বরে কাতারের বিপক্ষে সর্বশেষ ম্যাচ খেলেছে বাংলাদেশ। দ্বিতীয় লেগের ম্যাচটিতে ৫-০ গোলে হেরেছিল তারা।