বিশ্বকাপ বাছাইয়ে পাকিস্তানকে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা
লক্ষ্যটা সহজ ছিল না। জিততে হলে বাংলাদেশকে করতে হতো ২০২ রান। এই রান তাড়ায় সাত উইকেট হারিয়ে ফেললে কঠিন হয়ে পড়ে সমীকরণ। কিন্তু শেষ পর্যন্ত কোনো অঘটন হতে দেননি রুমানা আহমেদ। উপহার দিলেন ৫০ রানের দুর্দান্ত ইনিংস। তাঁর ব্যাটে চড়েই বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে পাকিস্তান নারী দলকে হারাল বাংলাদেশের মেয়েরা।
হারারের ওল্ড হারারিয়ান্সে আজ রোববার পাকিস্তানের মেয়েদের ৩ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ের মাধ্যমে ওয়ানডে বিশ্বকাপ বাছাইয়ে শুভ সূচনা করেছে বাংলাদেশ নারী দল। বাংলাদেশকে জেতানোর ইনিংস খেলে ম্যাচ সেরা হয়েছেন রুমানা।
এদিন আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ২০১ রান সংগ্রহ করে পাকিস্তান নারী দল। টস হেরে আগে ব্যাট করতে নামার পর শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে পাকিস্তান। দলীয় ৪৯ রানে ৫ উইকেট হারিয়ে ফেলে তারা।
সেখান থেকে দলকে উদ্ধার করেন নিধা ধার ও আলিয়া রিয়াজ। ব্যাট হাতে ১১১ বলে ৮৭ রানের ইনিংস খেলেন নিধা। আলিয়া করেন ৬১ রান। তাতে দুইশ ছাড়ানো পুঁজি পায় পাকিস্তান।
কিন্তু এই পুঁজি পেয়েও লাভ হয়নি। জবাব দিতে নেমে দুই বল হাতে রেখেই জয় তুলে নেয় বাংলাদেশ। দলের হয়ে ৬ বাউন্ডারিতে ৪৪ বলে সর্বোচ্চ ৫০ রান করেন রুমানা। ৯০ বলে ৪৫ করেন ফারজানা হক।
এ ছাড়াও রিতু মনি করেন ৩৭ বলে ৩৩ রান। ৬৭ বলে ৩১ করেন ওপেনার শারমিন আক্তার। আর শেষ দিকে ১৮ রান আসে সালমা খাতুনের ব্যাট থেকে।
বোলিংয়ে বাংলাদেশের হয়ে সবচেয়ে ভালো করেছেন নাহিদা আক্তার। ২৫ রান দিয়ে দুটি উইকেট নিয়েছেন তিনি। ৩৬ রান দিয়ে সমান দুই উইকেট নিয়েছেন রিতু মনি। ৩২ রান খরচায় এক উইকেট নিয়েছেন সালমা খাতুন। রুমানাও নিয়েছেন একটি উইকেট।
বিশ্বকাপ বাছাইয়ে ‘বি’ গ্রুপে পড়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। মঙ্গলবার নিজেদের দ্বিতীয় ম্যাচে যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে রুমানা-ফারজানারা।
সংক্ষিপ্ত স্কোর:
পাকিস্তান নারী দল: ৫০ ওভারে ২০১/৭ (মুনিবা ২২, আয়েশা ৬, জাভেরিয়া ১২, ওমাইমা ০, নিধা ৮৭, আলিয়া ৬১*, ফাতিমা ৫, দিয়ানা ১*; জাহানারা ৮-০-৪০-০, সালমা ১০-২-৩২-১, রিতু ৯-০-৩৬-২, নাহিদা ১০-১-২৫-২, রুমানা ৮-০-৪০-১, ফাহিমা ৩-০-১৩-০, লতা ২-০-১৩-০)
বাংলাদেশ নারী দল: ৪৯.৪ ওভারে ২০২/৭ (মুরশিদা ৯, শারমিন ৩১, ফারজানা ৪৫, নিগার ৪, রুমানা ৫০*, রিতু ৩৩, লতা ০, ফাহিমা ০, সালমা ১৮*; আনাম ১০-১-৩০-১, দিয়ানা ৮-০-৪১-০, ফাতিমা ৪.৪-০-৩৫-১, নাশরা ১০-২-২৪-২, নিদা ১০-১-১৭-১, ওমাইমা ৭-০-৪৪-২)
ফল: ৩ উইকেটে জয়ী বাংলাদেশ নারী দল।
ম্যান অব দ্য ম্যাচ: রুমানা আহমেদ।