বিশ্বাসই করতে পারছেন না রিয়াল কোচ
ম্যাচের প্রথমার্ধ যেভাবে কেটেছে তাতে আশার চেয়ে শঙ্কার মেঘই বেশি ছিল রিয়াল মাদ্রিদের আকাশে। কারণ প্রথমার্ধে আক্রমণ তো দূরে নিজেদের বক্সে প্রতিপক্ষের আক্রমণ ঠেকাতেই সময় গিয়েছে রিয়ালের। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে অবিশ্বাস্য জয়। যা বিশ্বাসই করতে পারছেন না রিয়াল কোচ কার্লো আনচেলত্তির।
চ্যাম্পিয়নস লিগের ফাইনালে গতকাল দিবাগত রাতে লিভারপুলকে ১-০ গোলে হারিয়ে ইউরোপসেরার মুকুট জিতেছে রিয়াল মাদ্রিদ। ম্যাচের ভাগ্য গড়ে দেওয়া গোলটি দ্বিতীয়ার্ধে করেছেন রিয়ালের ব্রাজিল তারকা ভিনিসিয়ুস।
জয়ের পর আনচেলত্তি প্রতিক্রিয়ার ভাষাই হারিয়ে ফেলেছেন। ইতালিয়ান এই কোচ বলেন, ‘আমি বিশ্বাসই করতে পারছি না। কঠিন একটা ম্যাচ ছিল। প্রথমার্ধে আমরা ভুগেছিলাম, কিন্তু শেষ পর্যন্ত (আমরা জিতেছি)। এবারে যে ম্যাচগুলো আমরা খেলেছি, আমি মনে করি, এই প্রতিযোগিতায় জয়ী হওয়ার যোগ্য আমরা। আমরা খুব খুশি। এর চেয়ে বেশি কী বা বলতে পারি। এর বেশি কিছু বলতে পারব না।’
রিয়াল কোচ আরো বলেন, ‘আমি মনে করি, আসলেই কঠিন সব ম্যাচ পার করে এসেছি আমরা। আগের ম্যাচে সমর্থকরা আমাদের খুবই সাহায্য করেছিল। আজ রাতেও তারা সাহায্য করেছে। আমরা খুশি এবং তারাও খুশি।’
এই প্রতিযোগিতায় আগে থেকেই রেকর্ড শিরোপা জয়ী দল রিয়াল মাদ্রিদ। আগের ১৬ বারের ফাইনালে ১৩বারই শিরোপা জিতেছিল তারা। নিজেদের ১৭তম ফাইনালে সেই সংখ্যাটাকে ১৪তে নিয়ে গেল স্প্যানিশ ক্লাবটি।
অন্যদিকে ২০১৮ সালের ফাইনালেও রিয়ালের বিপক্ষে একই হতাশার সঙ্গী হয়েছিল লিভারপুল। ওই ফাইনালে লিভারপুলকে ৩-১ ব্যবধানে হারিয়ে শিরোপা জিতেছিল রিয়াল। এবারও তাই হলো। প্রিমিয়ার লিগের দলটিকে হতাশায় ডুবিয়ে ইউরোপসেরার মুকুট পরল কার্লো আনচেলত্তির দল।