বিসিবির কেন্দ্রীয় চুক্তির তালিকা ঘোষণা, তিন সংস্করণেই সাকিব
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ২০২২ সালের কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করা হয়েছে। আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তালিকা প্রকাশ করা হয়। নতুন এই চুক্তিতে রাখা হয়েছে ২১ খেলোয়াড়কে। গতবার ছিলেন ২৪ জন। তিন সংস্করণেই আছেন সাকিব আল হাসান।
গতবারের চুক্তি থেকে বাদ পড়েছেন—মোহাম্মদ সাইফউদ্দিন, সৌম্য সরকার, সাইফ হাসান, আবু জায়েদ রাহি ও শামীম হোসেন পাটোয়ারী। নতুন করে চুক্তিবদ্ধ হয়েছেন মাহমুদুল হাসান ও ইয়াসির আলী রাব্বি। গত জানুয়ারি থেকে আগামী ডিসেম্বর পর্যন্ত এই চুক্তির মেয়াদ।
বিসিবির কেন্দ্রীয় চুক্তির তালিকা :
টেস্ট : মুশফিকুর রহিম, লিটন দাস, সাকিব আল হাসান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তামিম ইকবাল, মেহেদী হাসান মিরাজ, মুমিনুল হক, তাইজুল ইসলাম, নাজমুল হোসেন শান্ত, ইবাদত হোসেন, সাদমান ইসলাম, ইয়াসির আলী রাব্বি ও মাহমুদুল হাসান।
ওয়ানডে : মুশফিকুর রহিম, লিটন দাস, সাকিব আল হাসান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তামিম ইকবাল, মেহেদী হাসান মিরাজ, মাহমুদউল্লাহ, মুস্তাফিজুর রহমান ও আফিফ হোসেন।
টি-টোয়েন্টি : মুশফিকুর রহিম, লিটন দাস, সাকিব আল হাসান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মাহমুদউল্লাহ, মুস্তাফিজুর রহমান, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, নাসুম আহমেদ, মোহাম্মদ নাঈম, মেহেদী হাসান।