বুকে ব্যথা নিয়ে হাসপাতালে লঙ্কান তারকা
ঢাকা টেস্টের প্রথম দিন হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন শ্রীলঙ্কান ক্রিকেটার কুশল মেন্ডিস। বুকে ব্যথা অনুভব হচ্ছিল তাঁর। পরে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
আজ সোমবার প্রথম সেশনের শেষ ওভারের ঘটনা। প্রথম সেশনের শেষ ওভারের প্রথম বলটি করার পর দ্বিতীয় বল করার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন লঙ্কান পেসার কাসুন রাজিথা। ওই সময় দ্বিতীয় স্লিপে ছিলেন মেন্ডিস। রাজিথা দ্বিতীয় বল করার আগেই হঠাৎ করে বসে পড়েন মেন্ডিস। বুক চেপে ধরে সতীর্থদের অস্বস্তির কথা জানাতে দেখা যায়। এর পরেই বুকে হাত দিয়ে মাঠ ছাড়েন তিনি। তাঁর বদলি হিসেবে একজন ফিল্ডারকে নামানো হয়।
ড্রেসিং রুম থেকে মেন্ডিসকে নেওয়া হয়েছে রাজধানীর একটি হাসপাতালে। সেখানেই চলছে তাঁর চিকিৎসা। শ্রীলঙ্কা দলের সঙ্গে থাকা ডাক্তার মঞ্জুর চৌধুরী জানিয়েছেন, বুকে ব্যথা অনুভব করায় কুশকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। পরে আপডেট জানানো হবে।
এদিকে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দ্বিতীয় সেশনের লড়াই শেষ হয়েছে। প্রথম সেশনে বাংলাদেশের ব্যাটারদের খুব চাপে রেখেছে লঙ্কানরা। স্কোরবোর্ডে ২৪ রান তুলতেই বাংলাদেশের পাঁচ উইকেট তুলে নেয় তারা। চরম বিপর্যয়ের মুখে হাল ধরেছেন মুশফিকুর রহিম ও লিটন দাস। প্রথম সেশনে ৫ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে আসে ৬৬ রান। তবে দ্বিতীয় সেশনে স্বস্তি দিয়েছেন লিটন দাস ও মুশফিকুর রহিম। দুজনের হাফসেঞ্চুরিতে দ্বিতীয় সেশন শেষে বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ১৫৩ রান।