বৃষ্টিতে বন্ধ পাকিস্তান-দক্ষিণ আফ্রিকার খেলা
তেমন সুবিধাজনক অবস্থানে নেই দক্ষিণ আফ্রিকা। পাকিস্তানের দেওয়া ১৮৬ রানের জবাবে ব্যাট করতে নেমে ৯ ওভারে ৬৯ রান তুলেছে প্রোটিয়ারা। এর মধ্যেই হারাতে হয়েছে চার উইকেট। আপাতত বৃষ্টির কারণে খেলা বন্ধ রয়েছে। ওদিকে, ১৫ রানে পিছিয়ে আছে প্রোটিয়ারা। এখন খেলা পরিত্যক্ত হলে জিতে যাবে পাকিস্তান।
আজ বৃহস্পতিবার দিনের একমাত্র ম্যাচে দুপুর ২টায় সিডনিতে মাঠে নামে দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তান। টসে জিতে প্রথমে ব্যাটের সিদ্ধান্ত নেয় পাকিস্তান। দলীয় ৪৩ রানেই চার উইকেট হারায় তারা। তবে, শাদাব-ইফতিখার জুটিতে শেষ পর্যন্ত ভালো সংগ্রহ পায় পাকিস্তান। তাদের ৮২ রানের জুটিতে পাকিস্তান করে ১৮৫ রান।
জবাবে ব্যাটে নামলে প্রথম ওভারেই দক্ষিণ আফ্রিকার ওপেনার কুইন্টন ডি কককে (০) আউট করেন শাহীন শাহ আফ্রিদি। দলীয় ১৬ রানে রাইলি রুশোকেও (৭) আউট করেন তিনি। দুই উইকেট পেয়েছেন শাদাব খানও। ৭.১ ওভারে প্রোটিয়াদের ৬৫ রানে টেম্বা বাভুমা (৩৬) এবং এক বল পরেই এইডেন মার্করামকে আউট করেন শাদাব।
পাকিস্তানের জন্য বাঁচামরার ম্যাচ আজ। আর দক্ষিণ আফ্রিকার জন্য সেমিফাইনাল নিশ্চিতের ম্যাচ। এমন পরিসংখ্যান নিয়ে মাঠে নেমেছে পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা।
দক্ষিণ আফ্রিকা আজ জয় পেলে গ্রুপ ‘বি’ থেকে প্রথম দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করবে। তবে, পাকিস্তান আজ এবং ৬ নভেম্বর বাংলাদেশকে হারাতে পারলে সেমির দৌঁড়ে এগিয়ে যাবে, যদি ভারত জিম্বাবুয়ের সঙ্গে হেরে যায়। বর্তমানে গ্রুপ ‘বি’ তে ৩ ম্যাচ খেলে ৫ পয়েন্টি নিয়ে দ্বিতীয় অবস্থানে দক্ষিণ আফ্রিকা। সমান ম্যাচ খেলে দুই পয়েন্ট নিয়ে তালিকার পাঁচে পাকিস্তান।