বৃষ্টিতে ভেস্তে গেল বাংলাদেশ-শ্রীলঙ্কা দ্বিতীয় ওয়ানডেও
বৃষ্টি যেন কিছুতেই পিছু ছাড়ছে না বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের। প্রথমবারের মতো শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলছে বাংলাদেশ। আর সেই সিরিজেই কিনা বাংলাদেশের সঙ্গী বৃষ্টি। প্রথম ওয়ানডের পর এবার দ্বিতীয় ওয়ানডেতে বৃষ্টির আধিপত্য। ফলাফল ম্যাচ পণ্ড।
আজ মঙ্গলবার (২ মে) কলম্বোর পি সারা ওভালে বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টায় মুখোমুখি হওয়ার কথা ছিল বাংলাদেশ-শ্রীলঙ্কার। যদিও বৃষ্টির কারণে ম্যাচটিতে একটি বলও মাঠে গড়ায়নি। ফলে প্রথম ওয়ানডের পর দ্বিতীয় ওয়ানডেতে কোনো ফলাফল আসেনি।
এর আগে বৃষ্টির কারণে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচও পরিত্যক্ত হয়েছিল। সেই ম্যাচে কলম্বোর পি সারা ওভালে টস জিতে প্রথমে ব্যাটিং করতে নেমে স্বাগতিক শ্রীলঙ্কা ৩৬ দশমিক ৪ ওভার ব্যাট করতে পেরেছিল। এই ওভারের মধ্যে ৬ উইকেট হারিয়ে ১৫২ রান সংগ্রহ করেছিল শ্রীলঙ্কা।
এরপর বৃষ্টি বাঁধা। যে কারণে ম্যাচটি পরিত্যক্ত হয়ে যায়। সেই ম্যাচে বাঁহাতি স্পিনার নাহিদা ৭ ওভার বল করে ২৪ রান দিয়ে সংগ্রহ করেন ৩ উইকেট । সিরিজের তৃতীয় ওয়ানডে মাঠে গড়াবে আগামী বৃহস্পতিবার (৪ মে)। এরপর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ মাঠে গড়াবে আগামী ৯মে।