বেঙ্গালুরুর বিপক্ষে থাকছেন তো সাকিব?
পরপর দুই ম্যাচে সাকিব আল হাসানের ওপর ভরসা রেখেছে কলকাতা নাইট রাইডার্স। কিন্তু আস্থার প্রতিদান পুরোপুরি দিতে পারেননি বিশ্বসেরা অলরাউন্ডার। তাই এবার সাকিবের পরিবর্তে নতুন কাউকে সুযোগ দেওয়া হবে বলে ধারণা করা হচ্ছে। নিজেদের তৃতীয় ম্যাচে আজ রোববার ছন্দে থাকা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি হবে কলকাতা। ম্যাচটিতে কলকাতার একাদশে সাকিবকে দেখা যাবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে। ভারতীয় সংবাদমাধ্যমগুলো তেমনটাই জানাচ্ছে।
চলতি আইপিএলে প্রথম ম্যাচে জয় দিয়ে শুরু করলেও দ্বিতীয়টিতে জেতা ম্যাচ হেরে বসেছে কলকাতা। এই পরিস্থিতিতে নাইটদের একাদশে পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে। সে ক্ষেত্রে সাকিবের বদলে দলে দেখা যেতে পারেন সুনীল নারিনকে। কারণ প্রথম দুই ম্যাচে সুযোগ পেয়ে বল হাতে মোটামুটি পারফর্ম করলেও ব্যাটিংয়ে চরম ব্যর্থ ছিলেন সাকিব। সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে প্রথম ম্যাচে মাত্র ৩ রান করেছেন তিনি। দ্বিতীয়টিতে মুম্বাইয়ের বিপক্ষে করেছেন ৯ রান।
মূলত সাকিবকে খেলার উদ্দেশ্যই ছিল ফিনিশিংয়ে ভূমিকা রাখা। কিন্তু সেই আস্থা রাখতে পারেননি তিনি। মুম্বাইয়ের বিপক্ষে গুরুত্বপূর্ণ সময়ে বাজে শট খেলতে গিয়ে আউট হয়েছেন তিনি। সব মিলিয়ে দুই ম্যাচে ১২ রান করেছেন বাংলাদেশি তারকা।
সেক্ষেত্রে আজ সাকিবের বদলে নারিনকে দেখা যেতে পারে। চেন্নাইয়ের স্লো পিচে সাকিবের থেকে নারিন বল হাতে বেশি কার্যকরী ভূমিকা রাখতে পারবেন বলে জানাচ্ছেন ভারতীয় সংবাদমাধ্যমগুলো। এ ছাড়া ব্যাট হাতেও ভূমিকা রাখতে পারেন তিনি।
সাকিব ছাড়াও আরেকটি পরিবর্তন আনতে পারে কলকাতা। হরভজন সিংহের জায়গায় একাদশে রাখা হতে পারে কুলদীপ যাদবকে। হরভজনও অধিনায়ক মরগানের আস্থা রাখতে পারেননি।
বেঙ্গালুরু বনাম কলকাতার ম্যাচটি মাঠে গড়াবে বাংলাদেশ সময় বিকেল ৪ টায়। দিনের অন্যম্যাচে লড়বে কিংস ইলেভেন পাঞ্জাব ও দিল্লি ক্যাপিটালস। ওই ম্যাচটি শুরু হবে রাত ৮টায়।