বেঞ্চে থেকেও হ্যাটট্রিকের নায়ক রামোসের চোখে নেতা রোনালদো
তারকা খ্যাতি এখনো জোটেনি। এমনকি ফুটবলার হিসেবেও গনাসালো রামোসের নাম হয়ত জানতেন না অনেকেই। বিশ্বকাপে শেষ ষোলোতে পর্তুগালের শুরুর একাদশে সুযোগ পেয়েই সব লুফে নিলেন রামোস। হ্যাটট্রিক করে তাক লাগিয়ে হয়ে উঠলেন নায়ক। তবে নিজে নায়ক হলেও ক্রিস্টিয়ানো রোনালদোকেই দলের আসল নেতা মানেন রামোস।
গতকাল দিবাগত রাতে সুইজারল্যান্ডের বিপক্ষে ৬-১ গোলের দাপুটে জয় নিয়ে শেষ আটে ওঠে পর্তুগাল। যেখানে হ্যাটট্রিক করেন রামোস। তবে এদিন শুরুর একাদশে জায়গা মেলেনি রোনালদোর। মূলত ম্যাচের শেষ দিকে রোনালদোর জায়গায় নামানো হয় রামোসকে। তবে কাল শুরুর একাদশেই রোনালদোর জায়গায় খেলে তাক লাগিয়ে দিলেন তিনি।
তবে ম্যাচ শেষে নেতার ভূমিকায় থাকা রোনালদোর কথা বলতে ভুল করলেন না রামোস। তিনি বলেন, ' রোনালদো আমার সঙ্গে কথা বলেন, সবার সঙ্গেই বলেন। তিনি আমাদের নেতা এবং সবসময় পাশে থাকার চেষ্টা করেন। সত্যি বলতে, আমাদের দলে কেউ এটা নিয়ে (রোনালদোর বেঞ্চে থাকা) কথা বলেনি। অধিনায়ক হিসেবে রোনালদো সবসময়ের মতোই আমাদের সহায়তা করেছেন, উজ্জীবিত করেছেন, শুধু আমাকে নয়, দলের সবাইকে।'