বেতন কমানোয় চুক্তি করতে নারাজ শ্রীলঙ্কান ক্রিকেটাররা
এই কদিন আগেই বাংলাদেশ থেকে ওয়ানডে সিরিজ খেলে গেছে শ্রীলঙ্কা ক্রিকেট দল। সমনে ইংল্যান্ড সফরে যাবে তারা। এর আগে বেতন-ভাতা নিয়ে দেশটির ক্রিকেট বোর্ডের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে পড়েছেন লঙ্কান ক্রিকেটাররা।
শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড সম্প্রতি নতুন বেতন স্কেল ঘোষণা করেছে। যাতে জাতীয় দলের ক্রিকেটারদের বেতন কমানো হয়। তাতে অনেক ক্রিকেটারই ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই কেন্দ্রীয় চুক্তিতে সই করবে না বলে জানিয়ে দিয়েছে তাঁরা। অবশ্য চলতি মাসে ইংল্যান্ড সফরে অংশ নেবেন বলে জানিয়েছেন ক্রিকেটাররা।
ক্রিকবাজের এক খবরে জানা গেছে, ক্রিকেট বোর্ড নতুন যে স্কেল ঘোষণা করেছে তাতে একমত নন খেলোয়াড়রা।
ক্রিকেটারদের আইনজীবী নিশান প্রেমাতিরত্নে এক বিবৃতিতে বলেন, ‘বেতন সংক্রান্ত বিরোধের সমাধান না হওয়া পর্যন্ত খেলোয়াড়রা বার্ষিক ও ট্যুর সংক্রান্ত সব চুক্তিতে সই করতে অস্বীকৃতি জানিয়েছেন।’
শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড চুক্তি সই করার ডেডলাইন ৩ জুন থেকে বাড়িয়ে আজ রোববার করার পরেই এই বিবৃতি দেওয়া হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, আসন্ন ইংল্যান্ড সফরে চুক্তির বাইরে থেকেই খেলোয়াড়রা খেলবেন। ইংল্যান্ডের মাটিতে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
প্রস্তাবিত বেতন কাঠামো অনুযায়ী সাবেক অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুস ও বর্তমান টেস্ট অধিনায়ক দিমুথ করুনারত্নে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন। এর মধ্যে ম্যাথুসের বার্ষিক বেতন ১ লাখ ৩০ হাজার মার্কিন ডলার থেকে কমিয়ে ৮০ হাজার ডলার করা হয়েছে। আর করুনারত্নের বেতন ৭০ হাজার ডলার থেকে কমিয়ে মাত্র ৩০ হাজার ডলার করা হয়।
গত মাসে নতুন যে বেতন কাঠামো প্রকাশ করা হয়, খেলোয়াড়রা এটিকে অস্বচ্ছ দাবি করেন। তাঁরা যেন ক্ষতিগ্রস্ত না হন সে অনুরোধও করেছিলেন।
অবশ্য শোনা গেছে, সাবেক অধিনায়ক অরবিন্দ ডি সিলভা ও পরিচালক টম মুডির সহায়তায় নতুন একটি পারফরম্যান্স ভিত্তিক বেতন কাঠামো গঠন করা হচ্ছে। যেখানে নাকি খেলোয়াড়রা লাভবান হবেন। গত মার্চে মুডিকে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়। আগামী বিশ্বকাপকে সামনে রেখেই এই নিয়োগ দেওয়া হয়েছে।
নতুন প্রস্তাবনা অনুযায়ী ২৪জন খেলোয়াড়কে জাতীয় দলের বার্ষিক চুক্তির আওতায় আনা হয়েছে। যাদের মধ্যে অলরাউন্ডার ধনঞ্জয়া ডি সিলভা ও উইকেটরক্ষক নিরোশান ডিকবেলা সর্বোচ্চ এক লাখ ডলার করে পাবেন। এই দুজনও নতুন এই বেতন কাঠামো গ্রহণে অস্বীকৃতি জানিয়েছেন।
দেশটির বোর্ডের এক কর্মকর্তা জানিয়েছেন, নতুন চুক্তিতে প্রতিটি ম্যাচের জন্য আলাদা অর্থসহ কলম্বোর বাইরে সফরে গেলেও খেলোয়াড়দের বাড়তি অর্থ দেওয়ার বিষয়টি যুক্ত করা হয়েছে। বোর্ড সভাপতি শাম্মি সিলভা গত মাসে বলেছিলেন, খেলোয়াড়দের আরও বেশি বেতন পাওয়ার অধিকার রয়েছে। এর মাধ্যমে তাঁরা শ্রীলঙ্কা দলকে র্যাঙ্কিংয়ে আরও উপরে উঠাতে সহযোগিতা করতে পারবে।
বর্তমান টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি র্যাঙ্কিং অনুযায়ী শ্রীলঙ্কা যথাক্রমে দশম, নবম ও অষ্টম স্থানে রয়েছে।