ব্যর্থতার পর নিজের ভবিষ্যৎ নিয়ে যা বললেন রিয়াল কোচ
সান্তিয়াগো বার্নাব্যুতে প্রথম লেগটা হয়েছিল বেশ জমজমাট। ১-১ গোলে ড্র হওয়া সেই ম্যাচের পর দ্বিতীয় লেগে আরও উত্তেজনা আশা করেছিল ফুটবল ভক্তরা। এমনকি অনেকেই দ্বিতীয় লেগের ফল দেখেছিলেন টাইব্রেকারে।
কিন্তু সেসব হওয়া তো দূরে, ফিরতি লেগে ম্যানচেস্টার সিটির কাছে পাত্তাই পায়নি রিয়াল মাদ্রিদ। ইংলিশ ক্লাবটির ঘরের মাঠে বিশাল ব্যবধানে হেরে চ্যাম্পিয়ন্স লিগের মঞ্চ থেকে বিদায় নিয়েছে কার্লো আনচেলত্তির দল। এমন হারের পর স্বাভাবিকভাবে প্রশ্ন ওঠে কোচের ভবিষ্যৎ নিয়ে। যদিও সেই অর্থে ভবিষ্যৎ নিয়ে চিন্তিত হতে দেখা যায়নি আনচেলত্তিকে।
ইতিহাদ স্টেডিয়ামে গতকাল বুধবার রাতে দ্বিতীয় সেমিফাইনালের ফিরতি লেগে রিয়ালকে ৪-০ গোলে হারিয়েছে ম্যানসিটি। এর আগে রিয়ালের মাঠে প্রথম লেগ ১-১ ড্র হয়। মোট দুই লেগ মিলিয়ে ৫-১ অগ্রগামিতায় ফাইনালে উঠেছে গার্দিওলার দল।
ভবিষ্যৎ নিয়ে আনচেলত্তি ম্যাচ শেষে বলেছেন, ‘এটা নিয়ে কোনো শঙ্কা নেই। সভাপতির সঙ্গে ১৫ দিন আগেই কথা হয়েছে। কেউ এ বিষয়ে প্রশ্ন তোলেনি।’
যদিও রিয়াল সভাপতির সঙ্গে ঠিক কী নিয়ে কথা হয়েছে সেটা বলতে নারাজ রিয়াল কোচ। তিনি বলেন, ‘সভাপতি আমাকে ব্যক্তিগতভাবে যা বলেছেন তা এখানে বলব না।’
ম্যাচ নিয়ে আনচেলত্তির ভাষ্য, ‘দেখুন শুরু থেকেই তারা আমাদের ওপর প্রচণ্ড চাপ তৈরি করেছিল। এই চাপ সৃষ্টি করাটা কাজে এসেছে। আক্রমণের তোড়ে আমরা বলের দখলই নিতে পারছিলাম না। আক্রমণেও উঠতে পারছিলাম না। খুব দ্রুতই তারা ২-০ গোলে এগিয়ে যায়। এই জায়গা থেকে আসলে ফেরাটা বেশ কঠিনই। দ্বিতীয়ার্ধে আমরা চেষ্টা করেছি, কিন্তু সফল হইনি।’
হৃদয় ভেঙে দেওয়া হার নিয়ে রিয়াল কোচ আরও বলেছেন, ‘এই হারের বিশ্লেষণ করার কিছু নেই। বিশ্লেষণ করার কোনো মানেও হয় না। এই হার হৃদয় ভেঙে দেওয়ার। কিন্তু কিছু করার নেই। ফুটবলে এমন দিন আসে। চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে আমরা খুব কঠিন প্রতিপক্ষের বিপক্ষে খেলেছি। তারা ভালো খেলে আমাদের হারিয়েছে। এই হার থেকে যে শিক্ষাটা আমরা পাচ্ছি, সেটি পরের মৌসুমে অবশ্যই কাজে আসবে।’