ব্যর্থতায় ব্যাটারদের দুষছেন মাহমুদউল্লাহ
পাকিস্তানের বিপক্ষে টানা দুই হারে সিরিজ খুইয়েছে বাংলাদেশ। দুই ম্যাচেই চরম ব্যাটিং ব্যর্থতা দেখিয়েছে স্বাগতিকরা। ব্যাপক পরিবর্তন এনেও ব্যাটিংয়ে কোনো সুফল পাচ্ছে না। এমন হতাশার ব্যাটিংয়ের পর অধিনায়ক মাহমুদউল্লাহ জানালেন, শেষ পর্যন্ত টিকে থাকার মতো ব্যাটার প্রয়োজন বাংলাদেশের।
গতকাল শুক্রবার প্রথম টি-টোয়েন্টিতে ৪ উইকেটে হেরেছে বাংলাদেশ। আজ হেরেছে আট উইকেটে। দুই ম্যাচেই মূলত ব্যাটিং বিভাগ ডুবিয়েছে স্বাগতিকদের।
প্রথম ম্যাচে স্কোরবোর্ডে জমা পড়েছে ১২৭ রান। আজ আরও ব্যর্থ, গুঁটিয়ে গেছে মাত্র ১০৮ রানে।
এই ছোট লক্ষ্য টপকে সহজেই এক ম্যাচ হাতে রেখে সিরিজ জিতে নিয়েছে পাকিস্তান। টানা পরাজয়ের পর বাংলাদেশ অধিনায়কও শোনালেন ব্যাটিং নিয়ে হতাশার কথা।
ম্যাচ শেষে মাহমুদউল্লাহ বলেন, ‘আমরা আজ বেশ ভালো শুরু করেছিলাম। আফিফ ও শান্ত মাঝে দারুণ ব্যাট করেছে। আমি ও শান্ত একটা জুটি গড়ার চেষ্টা করেছি, কিন্তু সেটা হয়নি শেষের ওভারগুলোতে। আমি মনে করি, আমাদের মতো দলের জন্য একজন সেট ব্যাটার প্রয়োজন যে শেষ পর্যন্ত টিকে থাকবে। কিন্তু সেটা হয়নি।’
বাংলাদেশ অধিনায়ক আরও বলেন, ‘অনুশীলনে ছেলেরা ক্যাচ ধরার ক্ষেত্রে প্রচুর চেষ্টা করছে, কিন্তু ম্যাচে আমরা সুযোগ মিস করেছি। আমি মনে করি, গত ৫-৬ মাসে আমাদের বোলিং সাফল্য পাচ্ছে, পেস ও স্পিন দুই বিভাগেই ভালো হচ্ছে। এখন ব্যাটিং বিভাগে আমাদের সেরাটা দিতে হবে।’
আজ শনিবার সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস জিতে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ১০৮ রান গড়ে বাংলাদেশ। ১০৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১১ বল হাতে রেখে জয় তুলে নেয় পাকিস্তান।
টানা দুই জয়ে ২-০ ব্যবধানে সিরিজ নিশ্চিত করেছে পাকিস্তান। সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে আগামী সোমবার মুখোমুখি হবে বাংলাদেশ ও পাকিস্তান।