ব্যর্থতায় ব্যাটিংকে দুষছেন বাংলাদেশ অধিনায়ক
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের এই উইকেটে দ্বিতীয় ইনিংসের তুলনায় শুরুতে রান তোলা কিছুটা সহজ ছিল। তাই টস জিতে ব্যাটিং বেছে নিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ। কিন্তু সে সুবিধা কাজে লাগাতে পারেননি বাংলাদেশের ব্যাটসম্যানরা। সবাই উইকেটে আসা-যাওয়ার মিছিলে ছিলেন। এতে মাত্র ১০৪ রানে গুটিয়ে যায় ইনিংস।
এই রান নিয়ে লড়াই করা কঠিন ছিল। ফল তাই হলো। বাংলাদেশকে হারিয়ে সিরিজে ব্যবধান কমাল অস্ট্রেলিয়া। ম্যাচ শেষে এই হারের জন্য ব্যাটিংকেই দুষেছেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ।
ম্যাচ শেষে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘এই উইকেটে রান তাড়া করা সবসময়ই কঠিন ছিল। আমরা প্রথমে ব্যাটিং করে উইকেটের সুবিধা ভালোভাবে কাজে লাগাতে পারিনি। ১২০ রানের লক্ষ্য দেওয়ার মতোই উইকেট ছিল। তবুও যে বোলাররা ১৯তম ওভার পর্যন্ত নিয়েছে এটা অনেক। বোলাররা অনেক ভালো করেছে। কিন্তু ব্যাটসম্যান আরও সতর্ক হওয়া উচিত ছিল। বোলাররা তাদের কাজটা ভালোভাবে সামলেছে।’
ম্যাচটিতে বাংলাদেশকে তিন উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া। এই জয়ে পাঁচ ম্যাচের সিরিজে ৩-১ ব্যবধান নিয়ে এসেছে সফরকারী দল।
আজ শনিবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আগে ব্যাট করে নির্ধারিত ওভারে ৯ উইকেটে ১০৪ রান করে বাংলাদেশ। সতীর্থদের আসা-যাওয়ার মিছিলে সর্বোচ্চ ২৮ রান করেন মোহাম্মদ নাঈম। জবাব দিতে নেমে ছয় বল হাতে রেখেই জয় তুলে নেয় অস্ট্রেলিয়া।
১০৫ রানের ছোট লক্ষ্য দেয় বাংলাদেশ। এই রান তাড়া করতেও শুরুতে উইকেট হারিয়ে বসে অস্ট্রেলিয়া। ফলে আশা জাগে বাংলাদেশের। কিন্তু সাকিব আল হাসানের এক ওভার এলোমেলো করে দেয় সব। এক ওভারে ৫ ছক্কায় ৩০ রান দেন তিনি। এই এক ওভারেই ম্যাচ থেকে ছিটকে যায় বাংলাদেশ। অস্ট্রেলিয়া পায় চলতি সফরে নিজেদের প্রথম জয়।