ব্যর্থতা ভুলে সামনে ভালো করার আশা বাংলাদেশের
বরাবরই টি-টোয়েন্টি বাংলাদেশের কাছে দুঃস্বপ্নের নাম। জিম্বাবুয়ের মাটিতে সেটা আরেকবার প্রমাণ হলো। জিম্বাবুয়ের কাছে টি-টোয়েন্টি সিরিজে হেরে গেল লাল-সবুজের দল। কিন্তু এত ব্যর্থতার মাঝেও সামনের দিকে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা বাংলাদেশের। জিম্বাবুয়ের কাছে হারার পর তেমনটাই শোনালেন তৃতীয় টি-টোয়েন্টির অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত।
জিম্বাবুয়ের কাছে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে ১০ রানে হেরে গেছে বাংলাদেশ। সেই সঙ্গে সিরিজেও ২-১ ব্যবধানে হেরে গেল বাংলাদেশ।
জিম্বাবুয়ের বিপক্ষে এই প্রথম টি-টোয়েন্টি সিরিজে হারল বাংলাদেশ।
এই সিরিজে তারুণ্যদের ওপর নির্ভর করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তরুণরা সেই আস্থা রাখতে পারলেন না। তবে দলের অভিজ্ঞরা ফিরলে সামনের দিকে ভালো হবে বলে আশা করেন সৈকত।
ম্যাচ শেষে অধিনায়ক বলেন, 'আপনি দেখেন, এখানে আসার আগে যেমন পরিকল্পনা করেছি—কত রান করতে চাই। এ ম্যাচ বাদ দিলে পরিকল্পনা অনুযায়ীই সব হচ্ছিল। টি-টোয়েন্টিতে সামনে এশিয়া কাপ, বিশ্বকাপ আছে; সাকিব ভাই আসবেন, আরও প্লেয়ার আসবে। ইনশাআল্লাহ আমরা ভালো করব।’
টি-টোয়েন্টির পর এবার ওয়ানডেতে জিম্বাবুয়ের বিপক্ষে লড়বে বাংলাদেশ। নিজেদের প্রিয় ফরম্যাটে ঘুরে দাঁড়ানোর আশ্বাস দিলেন অধিনায়ক, 'সবাই জানে ওয়ানডেতে আমরা কত ভালো দল। আশা করি ঘুরে দাঁড়িয়ে সেখানে সেরাটা দেখাব।'
আজ মঙ্গলবার সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে স্কোরবোর্ডে ১৫৬ রান সংগ্রহ করেছে জিম্বাবুয়ে। জবাব দিতে নেমে ১৪৬ রানে থেমে যায় বাংলাদেশ।
এর আগে সিরিজের প্রথম ম্যাচে জিতেছিল জিম্বাবুয়ে। দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। ফলে তৃতীয় ম্যাচটি রূপ নেয় অলিখিত ফাইনালে। তাতে লড়াই জমিয়ে সিরিজ জিতে নিল জিম্বাবুয়ে।