ব্যাটিংয়ে সেরা মুশফিক, বোলিংয়ে চামিরা
শেষ হলো বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে জয় পেয়ে হোয়াইটওয়াশ এড়িয়েছে লঙ্কানরা। তবে এই ম্যাচে হারলেও বিশ্বকাপ সুপার লিগের অধীনে হওয়া সিরিজে ২-১ ব্যবধানে জিতেছে বাংলাদেশ।
তিন ম্যাচের এই সিরিজে ব্যাটিংয়ে সর্বোচ্চ ২৩৭ রান করেছেন বাংলাদেশি তারকা মুশফিকুর রহিম। বোলিংয়ে সর্বোচ্চ নয় উইকেট নিয়ে সেরা হয়েছেন লঙ্কান পেসার দুশমন্থ চামিরা।
সিরিজের প্রথম ম্যাচে ৮৪ রান করেছেন মুশফিকুর রহিম। সেই ম্যাচে বাংলাদেশ জিতেছে ৩৩ রানে। দ্বিতীয় ম্যাচে সেঞ্চুরি করেন এই উইকেটকিপার-ব্যাটসম্যান। ১২৭ বলে খেলে ১২৫ রান করেন। ওই ম্যাচেও ১০৩ রানের জয় দিয়ে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। কিন্তু আজ শেষ ম্যাচে জ্বলে উঠতে পারেননি তিনি। ৫৪ বল টিকে থেকে করেছেন মাত্র ২৮ রান। দল হেরেছে ৯৭ রানে।
তবে বাংলাদেশ হারলেও সর্বোচ্চ রান করে সিরিজসেরা হয়েছেন মুশফিক। দীর্ঘ পাঁচ বছর পর সিরিজসেরার পুরস্কার উঠেছে মুশফিকের হাতে। শেষ ২০১৫ সালে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ সেরা হয়েছিলেন তিনি। ব্যাটিংয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান করেছেন কুশল পেরেরা। এক সেঞ্চুরিতে তাঁর রান ১৬৪। মাহমুদউল্লাহ করেছেন তৃতীয় সর্বোচ্চ ১৪৮ রান।
বোলিংয়ে সবচেয়ে ভালো করেছেন লঙ্কান বোলার চামিরা। তিন ম্যাচে ২৬.১ ওভারে বোলিং করে ৯৯ রান খরচায় নয় উইকেট নেন তিনি। আজ ১৬ রান দিয়ে পাঁচ উইকেট নিয়েছেন তিনি। দ্বিতীয় সর্বোচ্চ সাত উইকেট নিয়েছেন বাংলাদেশি মেহেদী হাসান মিরাজ। ১০৬ রান খরচায় সাত উইকেট নিয়েছেন তিনি।
আজ নির্ধারিত ৫০ ওভারে ছয় উইকেটে ২৮৬ রান করে শ্রীলঙ্কা। ব্যাট হাতে সর্বোচ্চ ১২০ রান করেছেন কুশল পেরেরা। জবাবে ৪২.৩ ওভারে ১৮৯ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। দলের পক্ষে সর্বোচ্চ ৫৩ রান করেছেন মাহমুদউল্লাহ।
এই ম্যাচে হারলেও সিরিজ ২-১ ব্যবধানে জিতেছে বাংলাদেশ। প্রথম দুই ম্যাচ জেতায় স্বপ্ন দেখেছিল প্রথমবার শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করার। কিন্তু তা পারল না বাংলাদেশ। ঘুরে দাঁড়িয়ে ঠিকই জয় দিয়ে সিরিজ শেষ করল সফরকারীরা।
সেরা পাঁচ ব্যাটসম্যান —
মুশফিকুর রহিম (২৩৭ রান)
কুশল পেরেরা (১৬৪)
মাহমুদউল্লাহ ( ১৪৮)
ডি সিলভা (৯৮)
দানুশকা গুনাথিলাকা (৯৪)
সেরা পাঁচ বোলার —
দুশমন্থ চামিরা ৯ উইকেট
মেহেদী হাসান মিরাজ ৭ উইকেট
মুস্তাফিজুর রহমান ৬ উইকেট
সান্দাকান ৪ উইকেট
তাসকিন আহমেদ ৪ উইকেট