ব্যাটিং নিয়ে সাকিবের মুখে হতাশার সুর
বাংলাদেশের ব্যাটিংয়ে ঘুরে ফিরে সেই হতাশার গল্প। পাকিস্তানের পর নিউজিল্যান্ডের বিপক্ষেও এই ব্যাটিং নিয়ে ধুঁকল বাংলাদেশ। ফলাফল কিউইদের কাছে ৮ উইকেটের হার। টানা দুই হারের পর অধিনায়ক সাকিব আল হাসানের মুখেও ফুটে উঠল ব্যাটিং নিয়ে হতাশার সুর।
টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে চলা ত্রিদেশীয় সিরিজে আজ নিউজিল্যান্ডের বিপক্ষে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। বিশ্বকাপের আগে হাতে আছে আর মাত্র দুই ম্যাচ। দলের এমন হতশ্রী চেহারায় হতাশ অধিনায়ক সাকিব আল হাসান। ম্যাচ শেষে কথা বলতে গিয়ে সাকিবের কন্ঠেও ফুটে উঠল হতাশা।
ম্যাচ শেষে সাকিব বলেন, ‘আমার মনে হয় শুরুটা ভালো করেছি আমরা। কিন্তু চেনা উইকেটে নিউজিল্যান্ডের স্পিনাররা দারুণ বোলিং করেছে। সেটি সামাল দিতে হিমশিম খেতে হয়েছে। কিছু বড় শট খেলার চেষ্টা করতে গিয়ে উইকেট হারিয়েছি।’
শুরুর ভালোটা কতটুকু ভালো? টপ অর্ডার হতাশ করে চলেছে। বড়ো ইনিংস খেলতে পারছেন না কেউ। সেই প্রসঙ্গে সাকিবের জবাব, 'সবাই চায় টপ অর্ডারের প্রথম তিন চারজনের কেউ অন্তত হাল ধরুক। ১৫-১৬ ওভার পর্যন্ত ক্রিজে থেকে রানের চাকা সচল রাখুক। আমরা এদিকে নজর দিচ্ছি। আরও দুটো ম্যাচ আছে সামনে। দেখা যাক।’
পরপর দুই ম্যাচে ব্যাটিং টি-টোয়েন্টি সুলভ না হলেও বোলার ও ফিল্ডারদের প্রশংসা করেছেন বাংলাদেশ অধিনায়ক। তাঁদের নিয়ে সন্তুষ্ট হওয়ার পাশাপাশি অধিনায়ক জানালেন, উন্নতির আরও সুযোগ আছে। যদিও ব্যাটিংয়ে নজর থাকবে সিরিজের সামনের দুই ম্যাচে।
এদিন সাকিব নামেন সাত নম্বরে। যার নির্দিষ্ট কোনো কারণ নেই। তবে নিউজিল্যান্ডের স্পিনারদের সামনে ডানহাতি বামহাতি ব্যাটসম্যানের কম্বিনেশন ঠিক রাখতেই লোয়ার অর্ডারে নামার সিদ্ধান্ত নেন তিনি।
পাকিস্তান ও নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ম্যাচের পরাজয়ে সিরিজে ব্যাকফুটে বাংলাদেশ। সাকিব চিন্তিত নন এতে। পরের দুই ম্যাচে ভালো খেলে হারানো আত্মবিশ্বাস ফেরানোর পক্ষে তিনি। যা কাজে দেবে টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল আসরে।