ব্যাটিং পজিশন নিয়ে কোনো অভিযোগ নেই লিটনের
সীমিত ওভারের ওপেনার হিসেবেই পরিচিত লিটন দাস। কিন্তু অনেক সময় সতীর্থদের সুযোগ দিতে বিভিন্ন পজিশনে খেলতে হয় তাঁর। আজ আফগানিস্তানের বিপক্ষে যেমন ওয়ানডাউনে খেলার সুযোগ পেয়েছেন ডানহাতি এই ব্যাটার। কখনো কখনো আরো উপরেও দেখা যায়। এটা নিয়ে অবশ্য কোনো অভিযোগ নেই লিটনের। যে পজিশনেই খেলেন ব্যাট হাতে দলের জয়ে ভূমিকা রাখাই বড় লক্ষ্য এই ডানহাতি ব্যাটারের।
আজ আফগানিস্তানের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে অভিষেক হয়েছেন মুনিম শাহরিয়ারের। মোহাম্মদ নাঈমের সঙ্গে ওপেন করার সুযোগ হয় তাঁর। সে জন্য লিটনকে খেলতে হয় ওয়ানডাউনে। অবশ্য তিনে খেলেও বেশ সফল লিটন। দলের জন্য সবচেয়ে বড় ইনিংস খেলেছেন তিনিই। উপহার দিয়েছেন ৬০ রানের ইনিংস।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ব্যাটিং পজিশন নিয়ে প্রশ্ন উঠলে লিটন বলেন, ‘দেখেন আমি ব্যাটিং পজিশন নিয়ে অভিযোগ বা কিছুতে যেতে চাই না। আমার লক্ষ্য থাকে খেললে টিমকে সাহায্য করা। যেভাবে হোক সেটা ভূমিকা রাখাটাই মুখ্য। টিম ম্যানেজমেন্ট যদি বলে এক-এ ব্যাটিং করতে, তো এক নম্বরে করব, যদি বলে সাতে তো সাতে করব। কথা হচ্ছে এটা আমার ওপর দিয়ে যাচ্ছে কি না। টিম ম্যানেজমেন্ট ভালো বুঝবে, আমি সাতের প্লেয়ার কি না। আমি চেষ্টা করেছি খেলার জন্য। আমার কোনো কথা নেই।’
লিটন আরো বলেন, ‘আমাকে কাল যদি বলা হয় ওপেন করতে, করব। এতদিন কিপিং করি নাই, আজকে করতে বলেছে করেছি। যখন যেটা বলবে, চেষ্টা করব ১০০ ভাগ দেওয়ার। না হলে কিছু করার নেই।’