ব্যাটিং-বোলিং নৈপূণ্যে প্রথম জয় পেল প্রাইম দোলেশ্বর
ব্যাট হাতে দারুণ করলেন ইমরান উজ্জামান। মাত্র ১৭ বলে খেললেন ৪০ রানের ইনিংস। বোলিংয়ে দুর্দান্ত করলেন কামরুল-এনামুলরা। দুই বিভাগের নৈপূণ্যে খেলাঘর সমাজকল্যাণ সমিতির বিপক্ষে প্রিমিয়ার লিগের প্রথম জয় পেল প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব। এর আগে প্রথম ম্যাচে বৃষ্টির কারণে ব্রাদার্সের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করতে হয়েছিল দোলেশ্বরকে।
আজ বুধবার ঢাকা প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টিতে খেলাঘর সমাজকল্যাণ সমিতিকে ১৯ রানে হারিয়েছে প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এদিন আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ১৪৯ রান করে দোলেশ্বর। তিন বাউন্ডারি ও চার ছক্কায় ৪০ রান আসে ইমরানের ব্যাট থেকে। ৩৩ বল মোকাবিলা করে দ্বিতীয় সর্বোচ্চ ২৮ রান করেন সাইফ হাসান।
খেলাঘরের হয়ে বল হাতে ৪ ওভারে ৩০ রান দিয়ে ২ উইকেট নেন খালেদ আহমেদ। সমান দুটি উইকেট নেন মাসুম খান। মিরাজ ৩ ওভারে দেন কেবল ৯ রান, উইকেট একটি।
দোলেশ্বরের দেওয়া লক্ষ্য তাড়া করতে নেমে ১৩০ রানে থামে খেলাঘরের ইনিংস। জবাব দিতে নেমে শুরুতেই হোঁচট খায় খেলাঘর। দলীয় ১৫ রান তুলতে তিন উইকেট হারিয়ে ফেলে দলটি। দলের বিপর্যয় কিছুটা সামলানোর চেষ্টা করেন ফরহাদ হোসেন। শেষে হাল ধরেন রিসাদ হোসেনও। কিন্তু দুজনই পারেননি শেষ করতে। বাকিদের উইকেটে আসা-যাওয়ার মিছিলে হতাশা নিয়েই মাঠ ছাড়তে হয়েছে খেলাঘরকে।
দলের হয়ে সর্বোচ্চ ৩৭ রান করেন রিসাদ। ১৯ বলে দুই বাউন্ডারি ও তিন ছক্কায় সাজানো ছিল তাঁর ইনিংস। ৩৫ বলে ৩৩ রান করেন ফরহাদ। ১০ বলে ১২ রান করেন মিরাজ। আর কেউই রানের দেখা পাননি।
সংক্ষিপ্ত স্কোর
প্রাইম দোলেশ্বর : ২০ ওভারে ১৪৯/৬ (ইমরান ৪০, ফজলে মাহমুদ ১৪, সাইফ ২৮, মার্শাল ২১, শামীম ১৬, ফরহাদ রেজা ৯, শরিফউল্লাহ ১৫*, তাইবুর ২*; খালেদ ৪-০-৩০-২, টিপু ৩-০-২৮-০, ইফরান ৪-০-৩৪-১, মাসুম ৪-০-৩২-২, মিরাজ ৩-০-৯-১, রিশাদ ২-০-১৬-০)।
খেলাঘর : ২০ ওভারে ১৩০ (ইমতিয়াজ ৩, সাদিকুর ৬, জহুরুল ১, ফরহাদ হোসেন ৩৩, সালমান ১৪, মিরাজ ১২, মাসুম ২, টিপু ২, রিশাদ ৩৭, ইফরান ৯, খালেদ ০*; ফরহাদ রেজা ৪-০-২৯-১, শরিফউল্লাহ ২-০-৭-১, কামরুল ৪-০-৩৩-২, রেজাউর ৪-০-২২-২, এনামুল জুনিয়র ৪-০-২২-২, তাইবুর ২-০-১২-১)।
ফল : প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব ১৯ রানে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ : ইমরান উজ্জামান।