ব্যাটিং ব্যর্থতায় অল্পতেই থামল তামিম-মাহমুদউল্লাহর ঢাকা
টানা দুই হারের পর গতকাল সোমবার আসরে প্রথম জয়ের দেখা পায় মিনিস্টার গ্রুপ ঢাকা। সেই ঢাকা আজ মঙ্গলবার সিলেট সানরাইজার্সকে বড় চ্যালেঞ্জ জানাতে পারল না। টপঅর্ডারদের ব্যর্থতার পর অধিনায়ক মাহমুদউল্লাহর ব্যাটে চড়ে সিলেটকে কোনো মতে ১০১ রানের লক্ষ্য দিতে পেরেছে ঢাকা।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সপ্তম ম্যাচে সিলেটের বিপক্ষে আগে ব্যাট করে ১৮.৪ ওভারে স্কোরবোর্ডে ১০০ রান তুলেছে ঢাকা। দলের হয়ে সর্বোচ্চ ৩৩ রান করেছেন অধিনায়ক মাহমুদউল্লাহ।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ধাক্কা খায় ঢাকা। দলীয় ১৭ রানে হারিয়ে ফেলে তিন টপঅর্ডারকে। ইনিংসের দ্বিতীয় ওভারে শেহজাদকে (৫) বিদায় করেন সোহাগ গাজী। পরের ওভারে তামিম ইকবালকে এলবির ফাঁদে ফেলেন সৈকত। গত ম্যাচে শূন্যতে আউট হওয়া তামিম আজ করেন ৩ রান। এরপর চারে নামা জহুরুলকে নিজের শিকার বানান সোহাগ।
দ্রুত তিন উইকেট হারানোর পর কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন মাহমুদউল্লাহ ও নাঈম। কিন্তু নাঈমের মন্থর গতির ব্যাটিংয়ে সেই জুটি জমে ওঠেনি। ১৩তম ওভারে ওই জুটি ভাঙেন নাজমুল ইসলাম অপু। টেস্ট মেজাজে খেলা নাঈম ৩০ বলে করেন মাত্র ১৫ রান। জাতীয় দলের নিয়মিত ব্যাটারের স্ট্রাইক রেট ছিল মাত্র ৫০। একই ওভারে আন্দ্রে রাসেলকেও ফেরান নাজমুল।
দ্রুত উইকেট হারানোর ধাক্কা সামলে দলকে বেশিদূর নিতে পারেননি মাহমুদউল্লাহ। ৩৩ রান করে ভাঙে তাঁর প্রতিরোধ। মাহমুদউল্লাহ ফিরলে টেলএন্ডারদের ব্যাটে চড়ে শেষ পর্যন্ত ১০০ রানে থামে মিনিস্টার গ্রুপ ঢাকা।
সিলেটের হয়ে বল হাতে মাত্র ১৮ রান দিয়ে সর্বোচ্চ চারটি উইকেট নেন নাজমুল অপু। ১৭ রান খরচায় দুটি উইকেট নেন সোহাগ গাজী। তাসকিনের শিকার তিনটি। আর ১২ দিয়ে একটি উইকেট নেন সৈকত।
সংক্ষিপ্ত স্কোর
মিনিস্টার গ্রুপ ঢাকা : ১৮.৪ ওভারে ১০০/১০ (তামিম ৩, শেহজাদ ৫, জহুরুল ৪, নাঈম ১৫, রাসেল ০, শুভাগত ২১, মাহমুদউল্লাহ ৩৩, উদানা ১, মাশরাফী ২, রুবেল ১২ , হাসান ০ ; সোহাগ গাজী ৪-১-১৭-২, সৈকত ৪-০-১২-০, নাজমুল ৪-০-১৮-৪, তাসকিন ২.৪-০-২২-৩, সানজামুল ২-০-১৭-০)।