ব্যাটিং ব্যর্থতায় আইরিশদের মাঝারি লক্ষ্য দিল বাংলাদেশ
ইংলিশ কন্ডিশন বরাবরই বাংলাদেশের জন্য চ্যালেঞ্জিং। এবারের আয়ারল্যান্ড সিরিজও তার ব্যাতিক্রম নয়। প্রস্তুতির ঘাটতি নিয়ে যে মাঠে নেমেছে বাংলাদেশ, তার প্রমাণ মিলেছে প্রথম ওয়ানডেতেই। তামিম-সাকিবদের ব্যাটিং ব্যর্থতার দিনে আয়ারল্যান্ডকে মাঝারি সংগ্রহ ছুড়ে দিল বাংলাদেশ।
আজ মঙ্গলবার (৯ মে) ইংল্যান্ডের চেমসফোর্ডে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৯ উইকেট হারিয়ে স্কোরকার্ডে ২৪৬ রানের সংগ্রহ দাঁড় করায় বাংলাদেশ। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৬১ রান করেন মুশফিক। জয়ের জন্য আয়ারল্যান্ডের প্রয়োজন ২৪৭ রান।
ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। প্রথম ওভারে আইরিশদের হয়ে আক্রমণে আসেন জশ লিটল। তার ওভারে চতুর্থ ডেলিভারিতে অফস্ট্যাম্প করিডোরে করা ইয়র্কার বল সরাসরি লিটনের প্যাডে আঘাত করে। আবেদনে সাড়া দিয়ে আউট দেন আম্পায়ার। মাত্র এক বল খেলে রানের খাতা না খুলেই ফিরতে হয় লিটনকে।
তামিমের বিদায়ের পর বেশিক্ষণ টিকতে পারেননি আরেক ওপেনার তামিম ইকবাল। দলীয় ১৫ রানের মাথায় অ্যাডাইর এর বলে কাট করতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ দেন তামিম। আউট হওয়ার আগে করেন ১৯ বলে ১৪ রান। অধিনায়ক তামিমের বিদায়ের পর সাকিবকে নিয়ে জুটি গড়েন শান্ত। পাওয়ার প্লের ১০ ওভারে স্কোরবোর্ডে ৫০ রান তোলে বাংলাদেশ।
একটা সময় মনে হচ্ছিল এই দুইজনের ব্যাটে ভালো সংগ্রহ দাঁড় করাবে বাংলাদেশ। তবে সমর্থকদের সেই আশা পূরণ হয়নি। দলীয় ৫২ রানের মাথায় গ্রাহাম হিউমের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন সাকিব। আউটের আগে তার ব্যাট থেকে আসে ২১ বলে ২০ রান।
সাকিবের বিদায়ের পর তাওহিদ হৃদয়কে নিয়ে ৫০ রানের জুটি গড়েন শান্ত। ভালোই খেলছিলেন এই দুই ব্যাটার। তবে ফের ছন্দপতন। এবার ফিফটির আক্ষেপ নিয়ে ফেরেন নাজমুল শান্ত। দলীয় ১০২ রানে ক্যাম্ফারের বলে ডিপে অ্যাডাইর এর হাতে ক্যাচ দিয়ে ফেরেন এই ব্যাটার। সুযোগ ছিল ফিফটি তুলে নেওয়ার । তবে ৬৬ বলে ৪৪ রান করেন ফেরেন শান্ত।
শান্তর বিদায়ের পর মুশফিকুর রহিমকে নিয়ে জুটি গড়েন হৃদয়। তবে, চতুর্থ উইকেটের পর দ্রুতই পঞ্চম উইকেট হারায় বাংলাদেশ। এবার আউট হন হৃদয়। দলীয় ১২২ রানে গ্রাহাম হিউমের ফুল লেন্থ ডেলিভারিতে উইকেটের পেছনে ট্রাকারের হাতে ক্যাচ দিয়ে ফেরেন হৃদয়। ৩১ বলে ২৭ করে সাজঘরে ফেরেন ডানহাতি হৃদয়।
এরপর মিরাজকে নিয়ে ফের জুটি গড়েন মুশফিক। এই দুইজনের ৬৫ রানের জুটিতে বাংলাদেশ শিবিরে স্বস্তি ফিরলেও ফের ছন্দপতন। দলীয় ১৮৭ রানে ৩৪ বলে ২৭ রান করে সেট হয়ে ফেরেন মিরাজ। মিরাজের বিদায়ের পর ক্যারিয়ারের ৪৪তম ওয়ানডে ফিফটি তুলে নেন মুশফিক। তবে, ফিফটি তুলে নেওয়ার পর বেশিক্ষণ টিকতে পারেননি মুশফিকও। দলীয় ২২০ রানে আউট হন এই ব্যাটার। আউটের আগে খেলেন ৭০ বলে ৬১ রানের ইনিংস।
তার বিদায়ের পর শেষদিকে হাসান-শরিফুলদের ব্যাটে স্কোরবোর্ডে ২৪৬ রানের বেশি তুলতে পারেনি বাংলাদেশ। আয়ারল্যান্ডের হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট নিয়েছেন জশ লিটল আর দুটি উইকেট নেন গ্রাহাম হিউম।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ : ৫০ ওভারে ২৪৬/৯ ( তামিম ১৪, লিটন ০, শান্ত ৪৪, সাকিব ২০, হৃদয় ২৭, মুশফিক ৬১, মিরাজ ২৭, তাইজুল ১৪, হাসান ৪*, শরিফুল ১৬, এবাদত ১*; লিটল ১০-০-৬১-৩, অ্যাডাইর ১০-১-৪৪-২, হিউম ১০-০-৩২-২, ম্যাকব্রাইন ৫-০-২১-০, ক্যাম্ফার ৮-০-৫০-১, ডকরেল ৭-০-৩২-১)