ব্যাটে-বলের অসাধারণ নৈপুণ্যে গায়ানাকে প্লে-অফে তুললেন সাকিব
আগের দুই ম্যাচে সাফল্য পাননি, গোল্ডেন ডাকের শিকার হন সাকিব আল হাসান। তবে ঠিক সময়ে জ্বলে উঠলেন বিশ্বসেরা অলরাউন্ডার। আজ রোববার সিপিএলের ম্যাচে বল ও ব্যাট হাতের নৈপুণ্যে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সকে অসাধারণ জয় এনে দেন তিনি।
ত্রিনবাগো নাইট রাইডার্সের বিপক্ষে এই ম্যাচে গায়ানা জিতেছে ৩৭ রানে। এই জয়ের সুবাদে প্লে-অফে উঠে যায় সাকিবের দল।
এই ম্যাচে ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং— তিন বিভাগেই দারুণ সাফল্য পান সাকিব। তিনি ব্যাট হাতে ২৫ বলে ৩৫ রানের একটি ঝলমলে ইনিংস খেলেন। আর বল হাতে ২০ রানে তিন উইকেট নেন। ফিল্ডিংয়েও বেশ উজ্জ্বল ছিলেন, সরাসরি থ্রোয়ে একটি রানআউট করেন। তাই ম্যাচসেরার পুরস্কার জেতেন।
টানা তিন জয়ে গায়ানা ৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে থেকে প্লে-অফে খেলা নিশ্চিত করে।
ব্যাটিংয়ে সাকিবের ইনিংসটি ছিল বেশ চমৎকার, ৩৫ রানের ইনিংসে চারটি চার ও একটি ছক্কার মার রয়েছে। পরে বোলিংয়ে নেমে টিম সেইফার্ট, আন্দ্রে রাসেল ও সুনিল নারিনের উইকেট নেন।