ব্যাটে-বলে দুর্দান্ত মাহমুদউল্লাহ, জিতল গাজী গ্রুপ
নিয়ন্ত্রিত বোলিংয়ে প্রতিপক্ষকে থামাতে অবদান রেখেছেন মাহমুদউল্লাহ। ব্যাটিংয়েও ছিলেন দুর্দান্ত। মাহমুদউল্লাহর নৈপুণ্যে শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের বিপক্ষে ঢাকা প্রিমিয়ার লিগে নিজেদের প্রথম জয় তুলে নিয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্স।
আজ বুধবার দিনের দ্বিতীয় ম্যাচে শেখ জামাল ধানমণ্ডি ক্লাবকে সাত উইকেটে হারিয়েছে মাহমুদউল্লাহর গাজী গ্রুপ। দলের হয়ে ব্যাট হাতে সর্বোচ্চ ৬২ রানের ইনিংস খেলেছেন মাহমুদউল্লাহ। বল হাতে ২৩ রানের খরচায় নিয়েছেন দুটি উইকেট। ব্যাটে-বলে উজ্জ্বল মাহমুদউল্লাহর হাতেই উঠেছে ম্যাচ সেরার পুরস্কার।
মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে সাত উইকেটে ১৫১ রান সংগ্রহ করে শেখ জামাল। ব্যাট হাতে উজ্জ্বল ছিলেন শেখ জামালের মোহাম্মদ আশরাফুল। চার ছক্কায় ৩৫ বলে ৪১ রান করেছেন তিনি। ৩০ বলে ৩৩ রান করেছেন সৈকত আলী। বাকিরা ব্যাট হাতে জ্বলে উঠতে পারেননি। তবে ছোট ছোট ভূমিকায় দেড়শ ছাড়ায় শেখ জামাল।
রান তাড়া করতে নেমে মাহমুদউল্লাহ ও মুমিনুল হকের হাফসেঞ্চুরিতে সাত বল হাতে রেখেই জয় তুলে নেয় গাজী গ্রুপ ক্রিকেটার্স। রান তাড়ায় দুই ওপেনার সৌম্য সরকার ও শাহাদাত ভালো করতে পারেননি। দুজনেই ১৩ রান করে আউট হয়েছেন।
এরপর দলকে এগিয়ে নিয়েছে মাহমুদউল্লা-মুমিনুলের জুটি। দুজনে মিলে গড়েন ৯৭ রানের জুটি। দুই অভিজ্ঞ ব্যাটসম্যানের উপর ভর করে জয় তুলে নেয় গাজী গ্রুপ। ৩৬ বলে ৫৪ রান করেন মুমিনুল। ৬২ করেন মাহমুদউল্লাহ।
সংক্ষিপ্ত স্কোর:
শেখ জামাল ধানমণ্ডি ক্লাব: ২০ ওভারে ১৫১/৭ (সৈকত ৩৩, আশরাফুল ৪১, নাসির ২০, সোহান ১১, তানবীর ৪, জিয়া ২১, সোহরাওয়ার্দী ১১*, এনামুল ০, সানি ০*; মুকিদুল ৪-০-৩৬-২, নাহিদ ৩-০-২৪-০, মেহেদি ২-০-১৭-০, নাসুম ৪-০-২০-১, সৌম্য ২-০-১৪-১, আরিফুল ২-০-১৬-১, মাহমুদউল্লাহ ৩-০-২৩-২)।
গাজী গ্রুপ ক্রিকেটার্স: ১৮.৫ ওভারে ১৫৬/৩ (শাহাদাত ১৩, সৌম্য ১৩, মুমিনুল ৫৪, মাহমুদউল্লাহ ৬২*, জাকির ১০*; ইবাদত ৩-০-৩০-০, নাসির ৩-১-১৩-০, এনামুল ৩-০-২১-২, সোহরাওয়ার্দী ২-০-১৬-০, সাকিল ৩-০-২৯-১, সানি ২.৫-০-২২-০, জিয়া ১-০-১১-০, তানবীর ১-০-১৩-০)
ফল: ৭ উইকেটে জয়ী গাজী গ্রুপ ক্রিকেটার্স।
ম্যান অব দ্য ম্যাচ: মাহমুদউল্লাহ।