ব্যাট ও বল হাতে নজর কেড়েছেন যাঁরা
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের প্রথম পর্ব শেষ হয়েছে। এবার সুপার লিগ শুরু হওয়ার অপেক্ষা। প্রথম পর্বে ব্যাট ও বল হাতে বেশ কয়েকজন ক্রিকেটার নজর কেড়েছেন। ইএসপিএনক্রিকইনফোর বিশ্লেষণ পাঠকদের জন্য তুল ধরা হলো।
সেরা ব্যাটার
লিজেন্ডস অব রূপগঞ্জের তারকা ব্যাটার নাঈম ইসলাম ও প্রাইম ব্যাংকের এনামুল হক বিজয় ডিপিএলের প্রথম পর্বে ৭০০-এর বেশ রান করেছেন। এরপর আছেন রূপগঞ্জ টাইগার্সের জাকির হাসান। তিনি ৪৮৭ রান করেন। এই তিন ব্যাটারই দুটি করে সেঞ্চুরি করেন।
২০ বছর বয়সী অমিত হাসান ৫৮.১২ গড়ে ৪৬৫ রানসহ দুর্দান্ত খেলেছেন। তিনটি অর্ধশতক ও একটি সেঞ্চুরি করেন তিনি। তবে তাঁর দল খেলাঘর সমাজ কল্যাণ সমিতি পয়েন্ট টেবিলের নিচে শেষ করে টিকে থাকার লড়াই করছে।
লিজেন্ডস অব রূপগঞ্জের চেরাগ জনি বিদেশি খেলোয়াড়দের মধ্যে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন। তিনি ৪৮.৩৩ গড়ে ৪৩৫ রান করেছেন এবং সিকান্দার রাজার ৪৭.২২ গড়ে ৪২৫ রান করেন। দুজনেই একটি করে সেঞ্চুরি করেন।
সেরা বোলার
শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের পারভেজ রসুল আবাহনীর বিপক্ষে পাঁচ উইকেটসহ ২০ উইকেট নিয়ে প্রথম পর্বে সর্বোচ্চ উইকেট শিকারি হন। জানি এই পর্বের সেরা অলরাউন্ডার ছিলেন, কারণ তিনি তাঁর ৪৩৫ রানের সঙ্গে ১৮ উইকেট নিয়েছেন।
তরুণ বাঁহাতি স্পিনার রকিবুল হাসান, প্রাইম ব্যাংকের হয়ে খেলে ১৯ উইকেট নেন, যেখানে বাংলাদেশি পেসারদের মধ্যে মাসুম খান ও কাজী অনিক ১৭টি করে উইকেট নেন।
উল্লেখযোগ্য..
খেলাঘর, সিটি ক্লাব ও ব্রাদার্স ইউনিয়ন আগামী মৌসুমে প্রথম বিভাগ ক্রিকেট লিগে খেলবে। খেলাঘর মাত্র একটি ম্যাচে জিতেছে, ব্রাদার্স ইউনিয়ন, সিটি ক্লাব তিনটি করে জিতেছে।
এই মৌসুমে মোহামেডানের সুপার লিগে খেলতে না পারা উল্লেখযোগ্য বিষয়। শক্তিশালী দল গঠন করেও সাফল্য পায়নি তারা।