ব্যাট দিয়ে চেয়ার ভেঙে তিরস্কৃত কোহলি
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) নিয়ম ভেঙে তিরস্কৃত হয়েছেন বিরাট কোহলি। গতকাল বুধবার সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে বাজে শটে আউট হওয়ার পর ড্রেসিংরুমে ফেরার পথে চেয়ারে ব্যাট দিয়ে আঘাত করেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়ক। ফলে আইপিএলের আচরণবিধির লেভেল ওয়ান ধারায় তিরস্কার করা হয় তাঁকে।
ম্যাচের ১৩তম ওভারে ঘটনাটি ঘটে। জেসন হোল্ডারের খানিকটা খাটো লেংথের বলে পুল করতে গিয়ে টাইমিং ঠিক হয়নি কোহলির। স্কয়ার লেগ থেকে বল ওপরে উঠে গেলে ক্যাচ নেন বিজয় শঙ্কর। ৩৩ রানে থামে কোহলির ইনিংস। এমন বাজে শট খেলে হতাশায় মেজাজ হারান বেঙ্গালুরুর অধিনায়ক। মাঠ ছাড়ার সময় বাউন্ডারি সীমানায় ব্যাট দিয়ে আঘাত করেন তিনি। এরপর ডাগ আউটের পাশে থাকা চেয়ারেও আঘাত করেন।
অবশ্য কোহলির হতাশ হওয়ার ম্যাচটিতে জিতেছে বেঙ্গালুরু। চেন্নাইয়ের চিদম্বরম স্টেডিয়ামে আগে ব্যাট করে ১৪৯ রানে থেমে যায় বেঙ্গালুরু। জবাবে দারুণ শুরু করেও শেষ দিকের নড়বড়ে ব্যাটিংয়ে ছয় রানে হেরে যায় হায়দরাবাদ।
শেষ চার ওভারে জয়ের জন্য ৩৫ রান লাগত হায়দরাবাদের। টি-টোয়েন্টিতে ২৪ বলে ৩৫ রান নেওয়া যেকোনো দলের জন্য মামুলি ব্যাপার। তার ওপর হাতে ছিল আট উইকেট। কিন্তু সেই সহজ কাজটিই কঠিন করে হেরেছে হায়দরাবাদ।
১৭তম ওভারের প্রথম দুই বলেই সাজঘরে ফিরে যান জনি বেয়ারস্টো ও মানিশ পান্ডে। এরপর খালি হতাশাই দেখেছে হায়দরাবাদ। শেষ চার ওভারে ৩৫ রান তুলতে সাত উইকেট হারিয়ে ফেলে দলটি। শেষে আশা জাগিয়েছেন রশিদ খান। কিন্তু তিনিও পারেননি শেষ করতে।