ব্যাট হাতে রশিদ খানের চমক
শেষ ৪ বলে জয়ের জন্য দরকার ১৫ রানে। স্বাভাবিকভাবে এ রান তোলা ছিল খুব চ্যালেঞ্জিং কাজ। কিন্তু, স্ট্রাইকে থাকা রশিদ খানের কাছে যেন এটাই হয়ে উঠল মামুলি ব্যাপার। ব্যাট হাতে চমক দেখিয়ে ৪ বলে তিন ছক্কা হাঁকিয়ে গুজরাট টাইটানসকে এনে দিলেন অবিশ্বাস্য এক জয়।
আইপিএলে গতকাল বুধবার সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে শেষ পর্যন্ত ৫ উইকেটে জয় পায় গুজরাট।
১৯৫ রান তাড়া করে এ জয় তুলতে শেষ দিকে খুব কঠিন সমীকরণ ছিল গুজরাটের সামনে। শেষ দিকে ৪ ওভারে তাদের দরকার হয় ৫৬ রান। তখনই ব্যাট হাতে নামেন রশিদ খান। রাহুল তেওয়াতিয়ার সঙ্গে জুটি বেধে শেষ দলকে জয় এনে দেন আফগান তারকা। এ জুটিতে ২৪ বলে আসে ৫৯ রান।
শেষ ওভারে ৬ বলে দরকার ছিল ২২ রান। দক্ষিণ আফ্রিকান পেসার মার্কো ইয়ানসেনের প্রথম বলে ছক্কা হাঁকানোর পর সিঙ্গেল নিয়ে রশিদকে স্ট্রাইকে পাঠান তেওয়াতিয়া। এরপর বাকি কাজ সারেন রশিদ একাই। স্ট্রাইকে গিয়ে ওভারের তৃতীয় বলেই হাঁকান ছক্কা। পরের বলে অবশ্য রান নিতে পারেননি। এরপর সমীকরণ দাঁড়ায় দুই বলে ৯ রান। তার জন্য শেষ দুই বলে ছক্কা মেরে দারুণ জয় এনে দেন তিনি।
শেষ পর্যন্ত ১১ বলে ৪ ছক্কায় ৩১ রানের ইনিংসে উপহার দেন রশিদ। ২১ বলে ৪টি চার ও ২টি ছক্কায় ৪০ রান করেন তেওয়াতিয়া।